ফার্নান্দেসের অভিষেকও জেতাতে পারেনি ম্যানইউকে

ব্রুনো ফার্নান্দেস। ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছেন পর্তুগালের ব্রুনো ফার্নান্দেস। স্পোর্তিং লিসবন থেকে তার আগমন নিয়ে দলটিতে উচ্ছ্বাসের কমতি ছিল না। কিন্তু প্রিমিয়ার লিগে অভিষেকের দিনে দলকে জেতাতে পারেননি এই মিডফিল্ডার। ম্যানইউর সঙ্গে উলভারহ্যাম্পটনের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।

অবশ্য অভিষেক ম্যাচে একেবারেই বিবর্ণ ছিলেন না ফার্নান্দেস। বেশ কিছু সুযোগ তৈরি করলেও তা রুখে দিয়েছেন তারই স্বদেশি ও উলভস গোলকিপার রুই প্যাত্রিসিও। একবার তো ফার্নান্দেসের শট রুখতে গিয়ে নিজেদের জালেই বল প্রায় ফেলে দিচ্ছিলেন। শেষ পর্যন্ত হয়নি তা। পুরো ম্যাচে তার নেওয়া শটের সংখ্যা ছিল দলের সবার চেয়ে বেশি, মোট ৫টি!

দলীয়ভাবেও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল ম্যানইউ। কিন্তু একবারও জাল কাঁপাতে পারেনি তারা। সুবর্ণ সুযোগটি ছিল ম্যাচ শেষের মুহূর্তে। অ্যারন ওয়ান বিসাকার ক্রস থেকে হেড নিয়েছিলেন বদলি ডিয়োগো দালোত। কিন্তু লক্ষ্যের বাইরে দিয়ে চলে গেছে তা।

আগের দুই ম্যাচেই হেরেছে ম্যানইউ। সর্বশেষ ৫ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। ২৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান ষষ্ঠ।