গার্দিওলার সমব্যথী ক্লপ

পেপের পাশে ক্লপ। আয়ের চেয়ে ব্যয় বেশি করার অপরাধে এখন ঘোর দুঃসময়ে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগে আগামী দুই বছর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছে তারা। এমন প্রতিকূল সময়ে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা পাশে পেয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপকে!

ম্যানসিটি ফিন্যান্সিয়াল ফেয়ার প্লেতে ব্যয় বেশি করায় আগামী ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুম নিষিদ্ধ থাকবে। উয়েফার নিয়ম ভঙ্গ করাতেই এ শাস্তির মুখোমুখি তারা। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতির প্রভাব পড়বে ম্যানসিটির খেলোয়াড় থেকে কোচ পেপ গার্দিওলার ওপর। লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ এই পরিস্থিতিতে তাদের সমব্যথী, ‘খবরটি যখন শুনেছি, আমার কাছে তা ধাক্কা হিসেবেই এসেছে। এই মুহূর্তে আমি কল্পনা করতে পারি, পরিস্থিতিটা ওদের জন্য কতটা নির্মম।’

পরিস্থিতি যতটা প্রতিকূলই হোক পেপ গার্দিওলার জন্য, তার প্রতি আলাদা আবেগ কাজ করছে ক্লপের। ম্যানসিটির নিষেধাজ্ঞার পর তিনি জানিয়েছেন, ‘আমার আসলে ধারণা নেই বিষয়গুলো কীভাবে কাজ করে। তবে এতটুকুই বলতে পারি, ম্যানসিটি পেপের অধীনে রোমাঞ্চকর ফুটবলই খেলছে। পেপ যা করেছে, আমি সেসবে সব সময়ই মুগ্ধ ছিলাম। সত্যিকার অর্থে পেপ ও খেলোয়াড়দের জন্য আমার খারাপ লাগছে। কারণ ওরা যা করেছে, ভুল কিছু না। ওরা শুধু ফুটবল খেলেছে, যা আলোড়ন সৃষ্টিকারী।’