নিষেধাজ্ঞা উঠলো শেহজাদের

4010_1437615_updatesবিতর্ক সব সময়ই ছায়াসঙ্গী হয়ে থেকেছে আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদের। অনুমতি না নিয়ে দেশ ছেড়েছিলেন।ফলাফল-তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।  ক্ষমা চাওয়ায় সেই নিষেধাজ্ঞা অবশেষে প্রত্যাহার করেছে এসিবি। তবে শর্তসাপেক্ষে।

খেলার ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেও কেন্দ্রীয় চুক্তির ওপর নিষেধাজ্ঞা থাকছেই। সেটি বহাল থাকবে আগামী আগস্ট পর্যন্ত।
উইকেটকিপার-ব্যাটসম্যান শেহজাদের বিরুদ্ধে অভিযোগ ছিল গুরুতর। বোর্ডের অনুমতি না নিয়ে পাকিস্তানের পেশোয়ারে চলে গিয়েছিলেন। একবার নয়, বেশ কয়েকবার এমনটি করেছেন। শেহজাদ এই পেশোয়ারেরেই উদ্বাস্তু শিবিরে বেড়ে ওঠা ক্রিকেটার। বোর্ড জবাবদিহি চাইলে উদ্ভট এক যুক্তি দেখান তিনি। পেশোয়ারে গিয়েছিলেন অনুশীলন করতে! এসিবি উত্তরে বলে দেয় অনুশীলনের সব উন্নত ব্যবস্থা আছে আফগানিস্তানে। তাই আফগান কোনও ক্রিকেটারের দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। 

গত ইংল্যান্ড বিশ্বকাপেও ৩২ বছর বয়সী ক্রিকেটার বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। হাঁটুর চোটের কারণে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ‘গোল’ বাঁধাতে ওস্তাদ শাহজাদ বোর্ডের বিরুদ্ধে হাজির করলেন ষড়যন্ত্র তত্ত্ব। দাবি করে বসেন, পুরোপুরি ফিট থাকার পরেও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এসিবি!