ওয়ানডের নতুন অধিনায়ক তামিম

 

তামিম ইকবালকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসানসিলেটে শেষ হয়েছে মাশরাফির অধিনায়কত্বের অধ্যায়। দীর্ঘদিন ধরে মাশরাফি ওয়ানডে নেতৃত্ব দিলেও বাকি দুই সংস্করণের দায়িত্বে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিষেধাজ্ঞার কারণে দলে নেই সাকিব, আগামী অক্টোবরের আগে তিনি মাঠে ফিরতে পারবেন না। তাই মাশরাফির বিদায়ের পর আপৎকালীন অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করেছে বিসিবি।

রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করেন।

বিশ্বকাপের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যায় বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজের আগে চোটে পড়ে ছিটকে যান মাশরাফি। সঙ্গে সহ-অধিনায়ক সাকিব যান ছুটিতে। ফলে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে তামিমের ওপর দায়িত্ব বর্তায় দলকে নেতৃত্ব দেওয়ার। তামিমের নেতৃত্বে তিনটি ম্যাচেই বাজে খেলে বাংলাদেশ দল ফেরে ধবলধোলাই হয়ে।

ওয়ানডের অধিনায়ক তামিম ইকবালের নাম ঘোষণা করে নাজমুল হাসান বলেন, ‘লম্বা সময়ের জন্য তাকে অধিনায়ক করা হয়েছে। সময় নির্দিষ্ট করা হয়নি। তাকে দীর্ঘ সময়ের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে।’

বিসিবি সভাপতি জানিয়েছেন চিন্তা-ভাবনা করেই বোর্ড সভায় তামিমকে পূর্ণাঙ্গ অধিনায়ক করা হয়েছে, ‘আমরা ভেবেছিলাম স্বল্প মেয়াদের জন্য করবো এবং চেয়েছিলাম যে আগামী বছর একজনকে পূর্ণাঙ্গ অধিনায়ক করা হবে। কিন্তু আজকের বোর্ড সভায় আমরা চিন্তা করলাম তামিমকেই দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক করা হোক। স্বল্পকালীন করার কোনও চিন্তা-ভাবনা নেই।’

ওয়ানডেতে দেশের সর্বাধিক রান করা তামিম অধিনায়ক হওয়ার পর উৎফুল্ল, ‘এটা আমার জন্য বিশাল সম্মানের। এই দায়িত্ব দিয়ে আমার ওপর আস্থা রাখায় আমি বিসিবিকে ধন্যবাদ জানাই। আমি জানি মাশরাফি মুর্তজার শূন্যতা পূরণে অনেক কাজ করতে হবে, তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সত্যিকারের সেরা এবং অধিনায়ক হিসেবে আমার ও সব ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা।’
নতুন আরেকটি অধ্যায় শুরু হচ্ছে তামিমের ক্যারিয়ারের। সবার সহযোগিতা কামনা করেন তিনি, ‘এ যাত্রা অনেক উত্থানপতনের হবে। আমরা সবাই চাই বাংলাদেশ ওয়ানডে দল সফল হবে এবং যখন আমরা বিজয়ী হই তখন পুরো জাতির জন্য সেটা উদযাপনের মুহূর্ত হয়। আমি আশা করি বোর্ড, ভক্ত ও মিডিয়া আমার ভালো-খারাপ সব মুহূর্তে পাশে থাকবে।’