ভুলে শাস্তি, ক্ষতিপূরণ চাইবেন পেরেরা

কুশল পেরেরা। ভুলক্রমে ডোপ পাপের শাস্তি পেয়েছিলেন কুশল পেরেরা। ২০১৫-১৬ মৌসুমে নিষেধাজ্ঞায় ছিলেন ৫ মাসের মতো । সব অভিযোগ থেকে পরিত্রাণ পেলেও এই ঘটনার জন্য ক্ষতি পূরণ চাইবেন লঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যান।

ক্ষতিপূরণের অঙ্কটা কত হবে তা চূড়ান্ত হয়নি যদিও। আইনি লড়াইয়ের জন্য তার ব্যয় হয়েছিল ১ লাখ মার্কিন ডলার। এই অর্থের বাইরেও ক্ষতিপূরণ চাইবেন তিনি। কারণ নিষেধাজ্ঞার ফলে ওই সময় উপার্জনও বন্ধ হয়ে গিয়েছিল। এছাড়া ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে। অবশ্য পেরেরা ক্ষতিপূরণ আদায়ে আইনি লড়াইয়ে যেতে চাইছেন না। বিশ্ব ডোপ বিরোধী সংস্থা ওয়াডার সঙ্গে আপোসের মাধ্যমেই মীমাংসা করতে চাইছেন সবকিছু।

শুরুতে ডোপ টেস্টে পজিটিভ হলেও নিষেধাজ্ঞার বিরুদ্ধে পেরেরা আপিল করেছিলেন। পরে আইসিসির তদন্তে দেখা গেছে, পেরেরার কাছ থেকে প্রাপ্ত নমুনাগুলো যথাযথ কৌশলগত ও বিজ্ঞানসম্মত কারণে ধোঁপে টিকছে না। যেই পরীক্ষাগুলো কাতার ভিত্তিক একটি ল্যাবে করা হয়েছিল। তাদের ভুলের কারণে এতবড় ক্ষতি হওয়াতে আইসিসি ও ওয়াডা ওই ল্যাবকে পরে কালো তালিকাভুক্ত করে।

পরে ২০১৬ সালের মে মাসে সব অভিযোগ থেকে মুক্ত হন পেরেরা। কিন্তু এর আগে সবধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা থাকায়, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। অথচ এ নিষেধাজ্ঞার শাস্তি শুনিয়ে আইসিসিকে কোন ক্ষতিপূরণ দিতে হচ্ছে না। ক্ষতিপূরণটা দিতে হতে পারে ওয়াডা অথবা কাতার ভিত্তিক ল্যাবকেই।