পেছালো ফ্রেঞ্চ ওপেন, নতুন সূচি নিয়ে সমালোচনা

merlin_155666022_38b23c3e-6fd1-42df-92aa-6667d6c8d276-superJumboকরোনাভাইরাসে একেবারে উলট-পালট হয়েছে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। নির্ধারিত সূচিতে কেউই কোনও ইভেন্ট আয়োজন করতে পারছে না। সেখানে ফ্রেঞ্চ ওপেনও পারবে, এমন ভাবা অবাস্তবই! তাই ৪ মাস পিছিয়েছে ফ্রেঞ্চ ওপেন।

রোলাঁ গারোঁর ইভেন্টটি শুরু হওয়ার কথা ছিল ২৪ মে। ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন জানিয়েছে, নতুন সূচিতে এখন সেটি হবে ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মাঝে। এরই মধ্যে ২০ এপ্রিল পর্যন্ত সব ধরনের পেশাদার টেনিস বন্ধ রয়েছে। ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন জানিয়েছে, সবার সুস্বাস্থ্য ও নিরাপদ থাকাকে সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ।

অবশ্য এমন পেছানোর ফলে অনেক সমালোচনা তৈরি হয়েছে। নতুন সূচিতে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম এখন বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের ঠিক এক সপ্তাহ পরে হবে, যা বাকি ইভেন্ট যেমন লেভার কাপের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে।

এমন ঘোষণার পর তরুণ কানাডিয়ান টেনিস তারকা ভ্যাসেক পসপিসিল টুইট করে তো একহাত নিলেন আয়োজকদের, ‘এটা পাগলামি, সূচি পাল্টে ইউএস ওপেনের এক সপ্তাহ পরে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে রোলাঁ গাঁরো। অথচ কোনও খেলোয়াড়, এটিপির সঙ্গে তারা যোগাযোগই করেনি! এই খেলায় আমাদের কথা বলার সুযোগ থাকে না। তাই এখনই সময়।’