ফাফ দু প্লেসি থাকছেন

South-Africa-s-captain-Faf-du-Plessis-_16b74b1456a_largeআর দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক নন ফাফ দু প্লেসি। তিন ফরম্যাটেই এখন দলের অধিনায়ক কুইন্টন ডি কক। অনেকেই মনে করেছিলেন, এর পর হয়তো দু প্লেসির আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি লম্বা হবে না। এমনটা ভাবা অবশ্য ভুল প্রমাণিত। তাকে রেখেই ২০২০-২০২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়দের তালিকা ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ)।

কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ১৬জন। সেই ভাগ্যবানদের মাঝে দু প্লেসির থাকা মানে তার ক্যারিয়ার লম্বা হচ্ছে আরও। থাকছেন অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ফলে দক্ষিণ আফ্রিকান গ্রীষ্মে তার থাকাটা নিশ্চিত। এই সময়ে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলবে প্রোটিয়ারা।

কেন্দ্রীয় চুক্তিতে নতুন সংযুক্তি ঘটেছে পেসার বিউরান হেনড্রিকসের। বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার ডেল স্টেইন।

কেন্দ্রীয় চুক্তিতে যারা আছেন: তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ফাফ দু প্লেসি, ডিন এলগার, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, কেশভ মহারাজ, আইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আইনরিখ নর্কিয়া, আন্দিলে ফেহলুকোয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শাসমি ও রাসি ফন ডার ডাসেন।