৩২ মাস পর কোমা থেকে ফিরলেন এই ফুটবলার!

 

আব্দেলহাক নুরী।এখন বয়স-ই বা কত তার? ২২ বছর। অথচ আয়াক্সের তরুণ এই ফুটবলারটিই কোমায় ছিলেন ২ বছর ৮ মাস ১৯ দিন। অনেকেই ভেবেছিলেন, হয়তো কোমা থেকে ফিরবেন না, তরুণ আব্দেলহাক নুরী সেই অসাধ্য সাধন করে চেতনায় ফিরেছেন।

ঘটনা সেই ২০১৭ সালের। ৮ জুলাই আয়াক্সের হয়ে একটি প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন এই ডাচ ফুটবলার। অস্ট্রিয়াতে সেই ম্যাচ খেলতে নামার পরেই নেমে আসে সেই দুর্গতি। হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে মাটিতে লুটিয়ে পড়েন এই মিডফিল্ডার। যা তার মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি করে। অবশ্য এর দায় আছে আয়াক্সেরও। সেটি তারা নিজেরাও স্বীকার করে নিয়েছে। ওই ঘটনার পর তার দ্রুত চিকিৎসার ক্ষেত্রে গাফিলতি ছিল দলীয় চিকিৎসকের। আয়াক্স পরে ক্লাব চিকিৎসক ডন ডে উইন্টারকে ছাঁটাই করে এই ঘটনায়।

এই ঘটনার পর এতদিন অচেতন অবস্থাতে ছিলেন নুরী। তার ভাই আব্দেররাহীম জানালেন, এখন কীভাবে সাড়া দিচ্ছেন  নুরী, ‘ওর ক্ষেত্রে এখন সব কিছুই ভালো যাচ্ছে। হ্যাঁ, কেমন ভালো? ও এখন চেতনায় আছে, খাচ্ছে। মুখ দিয়ে উদগার তুলছে, তবে বিছানা ছাড়তে পারছে না।’

ভালো লাগলে চোখের ভ্রু জাগিয়েও ইশারা করে নুরী। এমন-ই জানালেন তার ভাই, ‘যখন ভালো লাগে, ভ্রু জাগিয়ে সাড়া দেয়। সে আসলে এভাবে দীর্ঘদিন থাকতে চাইছে না।’ নুরী এখন পরিবারের সঙ্গে বাড়িতেই আছে। এমনকি কোথায় আছে সেটি বুঝতেও পারছে।