করোনাভাইরাস: কোচসহ ৪০০জন ছাঁটাই

চাকরি গেছে উরুগুয়ে কোচ তাবারেজের। করোনাভাইরাস শুধু প্রাণ নয়, কেড়ে নিচ্ছে মানুষের দৈনন্দিন আয়ের উৎসটিও। আয়ের পথ বন্ধ হওয়াতে ৪০০ স্টাফ ছাঁটাই করেছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন। এদের মধ্যে রয়েছেন সুয়ারেজদের কোচ অস্কার তাবারেজও!

আর্থিক সঙ্কট মোকাবেলায় ফেডারেশনের ওপর ভারটা যেন কমে আসে, সে জন্যই এই পদক্ষেপ নিয়েছে তারা। অবশ্য তারা এও বলছে, এই পরিস্থিতিতে এমনটি করার মূল কারণ, ছাঁটাইকৃতরা যেন ‘বেকারত্ব বীমা’র আওতায় চলে আসেন।

উরুগুয়ের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘এই সঙ্কটকালীন মুহূর্তে বাধ্য হয়েই নির্বাহী কমিটি কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যাতে করে এই সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম টিকে থাকে।’

অবশ্য উরুগুয়ের সংবামদমাধ্যমগুলো জানাচ্ছে, পরিস্থিতি পরে ঠিক হয়ে যাবে। মার্চের ১৩ তারিখ থেকে সব ধরনের ফুটবল বন্ধ রেখেছে উরুগুয়ে। ফিফার সব বাছাই খেলাও এখন স্থগিত। দেশটিতে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত পাওয়া গেছে ২৭৪জন।