করোনা মোকাবিলায় পরিচয় গোপন রেখে নেইমারের দান

নেইমার।করোনাভাইরাস মোকাবিলায় অনেক তারকা ফুটবলারই অর্থ দান করছেন। যেন কঠিন এই পরিস্থিতি মোকাবিলা করা যায় সম্মিলিতভাবে। অবশ্য তাদের মধ্য থেকে ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করতে চেয়েছিলেন নেইমার। পরিচয় গোপন রেখে দান করেছেন ৭ লাখ ৭৫ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ কোটি ৫ লাখ টাকার কিছু বেশি।

প্যারিস সেন্ত জার্মেই তারকার এই দান যাচ্ছে দুটি জায়গায়। ইউনিসেফে যাবে একটি অংশ। আরেকটি যাবে নিজের দেশ ব্রাজিলে। পুরো অর্থই ব্যয় হবে করোনাভাইরাস মোকাবিলায়।

নেইমার অবশ্য এই অর্থটা দান করেছিলেন পরিচয় গোপন রেখে। কিন্তু ব্রাজিলিয়ান টেলিভিশন এসবিটি পরিচয় আর গোপন থাকতে দেয়নি। এসবিটি টিভির একটি অনুষ্ঠানেই জানানো হয় এসব তথ্য। তারা জানায়, ‘নেইমার আসলে পরিচয় গোপন রাখতেই বলেছিল। যেন এই দানের ব্যাপারে কোন কিছু জানানো না হয়। কিন্তু কেউ যখন এমন ভালো কিছু করে, তখন বিষয়টি সবাইকে জানানো প্রয়োজন বলে মনে করি।’

টেলিভিশন চ্যানেলটি মনে করে নেইমারের এই কাজটি বাকিদেরও অনুপ্রাণিত করবে, ‘আমাদের কাছে তথ্যটি ছিল। আমরা মনে করি, এই কাজটি সত্যিই ভালো ও ইতিবাচক। যা বাকি ক্রীড়াব্যক্তিত্ব এবং অন্যান্যদেরও অনুপ্রাণিত করবে।’