ঘরে থাকার বার্তা দিয়ে তাদের টেবিল টেনিস ডে উদযাপন

ঘরে থাকার বার্তা দিয়ে তাদের উদযাপন।

বিশ্ব টেবিল টেনিস ডে ছিল সোমবার। সাধারণত সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তারা ঘটা করেই দিবসটি উদযাপন করে থাকেন। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে সবাই এখন ঘর বন্দি। তাই ঘরে বসেই দিবসটি উদযাপন করলেন জাতীয় দলের কোচ মোহাম্মদ আলী ও তার স্ত্রী পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন সোনাম সুলতানা সোমা।

দুই ছেলে ইভান ও ইফাজকে নিয়ে বাসার ড্রইং রুমেই ছোট টেবিল টেনিস বোর্ড নিয়ে খেলতে বসে যান তারা। করোনাকালে ঘর বন্দি জীবনে বৈচিত্র্য আনতেই এমন উদযাপন। খেলা শেষে দিনটি স্মরণীয় রাখতে কেকও কেটেছেন আলী-সোমা দম্পতি। এ নিয়ে ফেসবুকে ভিডিও বার্তাও দিয়েছেন তারা। বাংলা ট্রিবিউনকে সোমা বলেছেন, ‘বাসার সবাই মিলে টিটি বোর্ডে খেলে দিনটি উদযাপন করেছি। এই সময়ে তো বাইরে যাওয়া সম্ভবও নয়। তাই ছোট পরিসরে খেলে সময় কাটিয়েছি।’

অবশ্য এমন উদযাপনের সঙ্গে করোনার কবল থেকে সবাইকে সাবধানে থাকার বার্তাটিও দিয়েছেন এই তারকা, ‘আমরা সবাই বাসায় থাকি। একদম প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না যাই। নির্দেশনা অনুসারে হাত ধুতে হবে। সবাই যেন এই সময়ে নিরাপদে থাকি।’