সরকারি উদ্যোগে ২৪দিন পর দেশে ফিরেছে টিসি স্পোর্টস

মালেতে পৌঁছেছে টিসি স্পোর্টস টিম। বাংলাদেশ থেকে এএফসি কাপ খেলেই দেশের উদ্দেশে যাত্রা করেছিল মালদ্বীপের টিসি স্পোর্টস। মালদ্বীপে যেতে হলে শ্রীলঙ্কা হয়েই যেত হয়। কিন্তু করোনার কারণে লকাডাউন থাকায় শ্রীলঙ্কাতেই তাদের কাটাতে হয়েছে টানা ২৪দিন! অবশেষে দলটি দেশে ফিরেছে বিশেষ একটি ফ্লাইটে করে।

এএফসি কাপে বাংলাদেশের বসুন্ধরা কিংসের কাছে ৫-১ গোলে হেরে দেশের পথে যাত্রা করেছিল টিসি স্পোর্টস। কিন্তু করোনাভাইরাসের কারণে দুই দেশেই চলছে লকডাউন। তাই কলম্বোর একটি হোটেলে বন্দী থাকতে হয়েছিল আলী আশফাকদের। তাদের দুর্ভোগ কমাতে মালদ্বীপ সরকার অবশেষে এগিয়ে আসে রবিবার। এদিন বিশেষ একটি ফ্লাইটে করে এরই মধ্যে তাদের মালেতে নিয়ে আসা হয়েছে।

দলের অন্যতম তারকা আলী আশফাক কলম্বো ছাড়ার আগে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘কলম্বো থেকে মালেতে ফিরে যাচ্ছি।’ মালদ্বীপের স্থানীয় কোচ মোহাম্মদ নিজাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সরকার থেকে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করায় টিসি স্পোর্টস দল মালেতে ফিরেছে।’