বাতিলই হয়ে গেলো ইউরোপিয়ান অ্যাথলেটিকস

6720করোনাভাইরাসের কারণে বাকি ক্রীড়া ইভেন্টগুলো হয় স্থগিত রয়েছে, না হয় পেছানো হয়েছে। কিন্তু চলমান পরিস্থিতিতে একেবারে বাতিল-ই হয়ে গেছে ইউরোপিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার আয়োজকরা জানিয়েছে এমন তথ্য। আগামী আগস্টেই ফ্রান্সের প্যারিসে হওয়ার কথা ছিল এই চ্যাম্পিয়নশিপ। 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ইভেন্টটি বাতিল হলো। এর আগে করোনার কারণে এক বছর পেছানো হয়েছে অলিম্পিক। আয়োজকরা বলেছেন, পরিস্থিতি অনুকূল না থাকার কারণেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
করোনা পরিস্থিতিতে জটিল আকার ধারণ করেছে ক্রীড়া সূচি। ইউরোপিয়ান অ্যাথলেটিকসের এই আসরটি হওয়ার কথা ছিল এই বছরের টোকিও অলিম্পিকের পর, আগস্টে। কিন্তু টোকিও অলিম্পিক পেছানো হয়েছে এক বছর। আবার ২০২২ সালে ইউরোপিয়ান অ্যাথলেটিকসের পরবর্তী আসরটি হওয়ার কথা মিউনিখে। ফলে এই বছর বাতিল করা ইভেন্টটি আর পরের কোনও সূচিতে অনুষ্ঠিত হচ্ছে না।
উল্লেখ্য, ফ্রান্সেও করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২১ হাজারের বেশি মানুষ। আক্রান্ত ছাড়িয়েছে ১ লাখ ২০ হাজার!