X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

রোহিতের অবসরে টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে গিল

  স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৫, ১৪:৫২আপডেট : ০৮ মে ২০২৫, ১৫:২১

টেস্ট থেকে রোহিত শর্মার অবসর গ্রহণের পর এখন আলোচনায় ভারতের টেস্ট অধিনায়কত্ব। শোনা যাচ্ছে রোহিতের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ভারতের আরেক তারকা ব্যাটার শুবমান গিল। ২০ জুন হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। বলা হচ্ছে, সেখান থেকেই নেতৃত্বভার পেতে পারেন তিনি!   

মূলত পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে জসপ্রীত বুমরার অনুপস্থিতি-ই গিলের অধিনায়কত্বের ব্যাপারটি প্রায় অনিবার্য করে তুলেছে। অস্ট্রেলিয়া সফরে রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন সহ-অধিনায়ক বুমরা। কিন্তু ওয়ার্কলোড ব্যবস্থাপনার বিষয় থাকায় আসন্ন কিছু ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। তাই নির্বাচকরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে গিলকে সবার আগে পছন্দের তালিকায় রেখেছেন। তাদের মতে, এখনই একজন তরুণ অধিনায়ক ঠিক করার সময়। তাদের চোখে তাই ২৫ বছর বয়সী গিল দায়িত্ব পালনে উপযুক্ত পছন্দ। 

গিল অবশ্য আগে কখনও টেস্ট কিংবা ওয়ানডেতে অধিনায়কত্ব করেননি। তবে ২০২৪ সালের মাঝামাঝি জিম্বাবুয়ে সফরে পাঁচটি টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। ওই সফরে প্রথম সারির অনেকেই অনুপস্থিত ছিলেন। তাছাড়া তিনি বর্তমানে সাদা বলের ফরম্যাটে ভারতের সহ অধিনায়ক। 

মূলত গত আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে গিলের পারফরম্যান্স ভীষণ প্রশংসিত হয়েছিল। হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে চলে যাওয়ার পরই নেতৃত্ব গ্রহণ করেন তিনি।  সার্বিকভাবে অবশ্য সেবার গুজরাটের পারফরম্যান্স আশাহত করেছিল। তবে চলতি মৌসুমে তারা অন্যতম সেরা দল। 

২০২০ সালের ডিসেম্বরে মেলবোর্নে অভিষেকের পর থেকে গিল নিয়মিত টেস্ট দলে আছেন। এখন পর্যন্ত ৩২টি টেস্ট খেলেছেন, ৩৫.০৫ গড়ে সংগ্রহ করেছেন ১ হাজার ৮৯৩ রান। যার মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ৭টি হাফসেঞ্চুরি। 

/এফআইআর/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাত: সূচি অনুযায়ী মাঠে গড়াবে পিএসএল 
ভারতের পেসারকে প্রাণনাশের হুমকি 
নিষেধাজ্ঞার পর এখন মুক্ত রাবাদা
সর্বশেষ খবর
টাইম ম্যাগাজিনের বিশ্বস্বাস্থ্যে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ড. তাহমিদ আহমেদ
টাইম ম্যাগাজিনের বিশ্বস্বাস্থ্যে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ড. তাহমিদ আহমেদ
কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা
কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা
এক চামচ চিয়া সিড খেলে যেসব উপকার পাবেন
এক চামচ চিয়া সিড খেলে যেসব উপকার পাবেন
বিজিবির সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ
বিজিবির সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ
সর্বাধিক পঠিত
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
যশোরে তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা
যশোরে তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস