মাঠের অনুশীলন নিয়ে ফুটবলারদের আক্ষেপ

লাইভ আড্ডায় লিগের ফুটবলাররা। করোনা কালে একই রুটিনে দিন যাপন করে বিরক্ত হয়ে পড়েছেন ফুটবলাররাও। তাই তারা অংশ নিয়েছিলেন লাইভ ফেসবুক আড্ডায়। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজের এই আড্ডাতে অংশ নিয়েছিলেন লিগে অংশগ্রহণকারী ১৩টি দলের অনেক খেলোয়াড়ই।

করোনায় খেলাধুলা না থাকলেও খেলোয়াড়েরা কিছুটা হলেও ফিটনেস সচেতন থাকছেন। তবে মাঠের অনুশীলন ছাড়া যে পুরোপুরি ফিটনেস ধরে রাখা সম্ভব হচ্ছে না- সেই কথাই ঘুরিয়ে-ফিরিয়ে বললেন সবাই। আবার কেউ কেউ লিগ শুরুর অপেক্ষাতেও আছেন। এই যেমন শেখ রাসেলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা বলেছেন, ‘করোনাকালে আমরা ঘরবন্দি অবস্থায় আছি। নিজের সাধ্যমতো ফিটনেস ধরে রাখার চেষ্টা করছি। আবারও এক সময় লিগ শুরু হবে, এই আশায় আছি।’

রহমতগঞ্জের গোলকিপার রাসেল মাহমুদ লিটন মাঠের অনুশীলন ছাড়া বিকল্প দেখছেন না, ‘এমনিতে আমরা যতো অনুশীলন করি না কেনও, মাঠের অনুশীলন ছাড়া শতভাগ ফিটনেস ধরে সম্ভব হবে না। কেননা মাঠের কাজ তো বাসায় বসে করা সম্ভব না। ’ আরামবাগ ক্রীড়া সংঘের অভিজ্ঞ ডিফেন্ডার দিদারুল হকও একই সুরে কথা বলেছেন, ‘এটা আসলেই অসম্ভব যে ঘরে বসে থেকে পুরো ফিটনেস ধরে রাখা। মাঠের কাজ তো আর বাসা থেকে করা যায় না।’

বসুন্ধরা কিংসের মিডফিল্ডার ইমন মাহমুদ, শেখ জামালের মিডফিল্ডার ওমর ফারুক বাবু, চট্টগ্রাম আবাহনীর স্ট্রাইকার শাখাওয়াত রনিসহ অন্যরাও ফিটনেস নিয়ে সচেতন। তবে শাখওয়াত রনি এই পরিস্থিতিতে ফুটবলারদের মানসিক দিক তুলে ধরে বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের মানসিক দিকও ঠিক রাখা কঠিন। আমার মনে হয় এই পরিস্থিতিতে আত্মবিশ্বাস কমবে।’