খুলছে বাফুফে, উন্মুক্ত হচ্ছে ক্রীড়াঙ্গন

bff logoকরোনাভাইরাসের কারণে অফিস বন্ধ আছে তিনমাসেরও বেশি সময়। সরকারি সিদ্ধান্তে অবশেষে ৬৬ দিন পর অফিস খুলতে যাচ্ছে। আগামীকাল রবিবার থেকে শর্ত সাপেক্ষে সরকারি-বেসরকারি অফিসে কাজ শুরু হবে। অন্যদের মতো অনেক ক্রীড়া ফেডারেশনের বন্ধ দরজাও খুলতে যাচ্ছে। অর্থাৎ স্বল্প পরিসরে উন্মুক্ত হচ্ছে ক্রীড়াঙ্গন।

এই যেমন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিস রবিবার থেকে সব বিধি মেনে খুলতে যাচ্ছে। যদিও করোনার শুরু থেকেই প্রয়োজনীয় কাজকর্ম তারা করে আসছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে অবশ্য বলেছেন,‘সরকারি নির্দেশনা মেনে আমরা অফিস খুলতে যাচ্ছি। এরজন্য সবরকম বিধি মানতে হবে। শুরু থেকে অবশ্য আমাদের সব কর্মীদের জন্য অফিস বাধ্যতামূলক নয়। যে বিভাগের কাজ আছে তাদের নিয়েই অফিস করতে চাই। যদিও আমরা করোনার শুরু থেকে জরুরি যেসব কাজ করার দরকার ছিল সেটা করেছি। বলতে গেলে আমাদের কোনও কাজ থেমে নেই।’

করোনা পরিস্থিতির উন্নতি হলেই স্থগিত থাকা বাফুফের নির্বাচনের তারিখও পুননির্ধারণ হবে। সোহাগ বলেছেন, ‘আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। সবকিছু বিবেচনা করেই নির্বাচনের তারিখ নির্ধারণ হবে।’

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও (বিওএ) সব কর্মীর অফিসে আসা বাধ্যতামূলক করছে না। বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন,‘করোনার কারণে আমাদের জরুরি কোনও কাজ থেমে নেই। বাসায় থেকে যতটুকু সম্ভব কাজ করে যাচ্ছে সবাই। তবে আগামীকাল অফিস খোলা। যাদের প্রয়োজন আছে তারাই অফিসে আসবে। বাকিরা বাসা থেকে কাজ করবে। পরিস্থিতির আরও উন্নতি হলেই আমরা বাংলাদেশ গেমসসহ অন্য বিষয় নিয়ে কাজ শুরু করতে পারবো।’

হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বলেছেন,‘অফিস খোলার দিনে কিছু সময়ের জন্য সবাই যাবে। কিছু কাজ ঝুলে আছে। তবে এখনই আমরা কোনও প্রতিযোগিতা শুরুর চিন্তাভাবনা করছি না। এই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত দেখবো। তারপর হয়তো কোনও ইতিবাচক সিদ্ধান্তে আসতে পারবো।’

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপলও সতর্ক,‘আসলে খেলাধুলা আয়োজন করতে গেলে সবকিছুই দেখতে হয়। আমরা হয়তো জরুরি কাজের জন্য অফিস খোলা রাখতে পারি। কিন্তু এখনই খেলা আয়োজন কিংবা ট্রেনিং শুরু করা কঠিন। আমাদের আরও অপেক্ষা করতে হবে।’