ইংল্যান্ডেই ভালো থাকবে পাকিস্তান: হোল্ডিং

মাইকেল হোল্ডিংইংল্যান্ডে আগামী আগস্ট থেকে শুরু তিন টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ২৮ জুন বিমানে ওঠার কথা পাকিস্তান ক্রিকেট দলের। তার আগেই ২৯ সদস্যের পাকিস্তান স্কোয়াডের ১০ খেলোয়াড়ের শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেও এই সংক্রমণ সত্ত্বেও পাকিস্তান দল সময়মতোই ইংল্যান্ড রওনা হবে। ওয়েস্ট ইন্ডিজের পেস কিংবদন্তি মাইকেল হোল্ডিংও পাকিস্তান দলকে সময়মতো ইংল্যান্ডে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

হোল্ডিং তার ইউটিউব শো ‘মাইকি-হোল্ডিং নাথিং ব্যাকে’ বলেছেন, ‘মনে হচ্ছে পাকিস্তানে এখন যা ঘটছে তার চেয়ে ইংল্যান্ড অনেক নিরাপদ। কারণ তারা ইংল্যান্ডে গিয়ে থাকবে জীবানুমুক্ত এলাকায়।’

যুক্তরাজ্যে করোনার বিরুদ্ধে সতর্কতামূলক বিধিনিষেধ আগের চেয়ে অনেকটা সহজ হয়ে আসছে। যা দিন দিন পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দেয়। ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার বলেছেন, ‘আগে যেখানে ছয় ফুট শারীরিক দূরত্ব বজায় রাখার আইন করেছিল তারা, সেটি এখন নামিয়ে করেছে তিন ফুট বা এক মিটার। সবকিছুই এখন সহজতর হয়ে উঠছে এখানে (ইংল্যান্ড)। তারা (পাকিস্তান দল) যখন সেখানে পৌঁছাবে, দুই সপ্তাহের কোয়ারেন্টিনে আইন মানতে হবে। এই মুহূর্তে আমিও যা মেনে চলিছি। তারা যাতে সংক্রমিত না হয় সে জন্য এরপর তাদের নিয়ে যাওয়া হবে জীবানুমুক্ত এলাকায়। সেখানে তারা ভালোই থাকবে।’

হোল্ডিং মনে করেন পাকিস্তান দলের ইংল্যান্ড সফরটা যদি না হয় সে দায় ইংল্যান্ডের নয়, ‘কেউ যদি বলে সফরটা হওয়া উচিত নয়, সেটি বলতে পারে ইসিবি বা যুক্তরাজ্যের মানুষ। কারণ পাকিস্তান করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে শীর্ষ দেশগুলোর একটি।’

তিন টেস্টের সিরিজ খেলতে এ মাসের শুরুর দিকেই ইংলান্ডে এসে গেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এখনও পর্যন্ত করোনা সংক্রান্ত কোনও সমস্যায় তারা পড়েনি। সেই দিকে দৃষ্টি আকর্ষণ করে খ্যাতিমান ক্রিকেট ধারাভাষ্যকার বলেছেন, ‘তারা (উইন্ডিজ) এখানে আসার পর স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যায় পড়েনি। যদি কারোর করোনা সংক্রমণ থাকতো  তা এতদিনে প্রকাশ পেতো।’

তবে পিসিবিও যেমন এখন পর্যন্ত এই সফর হওয়ার পক্ষে, ইসিবিও মঙ্গলবার জানিয়ে দিয়েছে সফরটি হবে।