শ্রীলঙ্কার বিপক্ষে ফিক্সিংয়ের দাবি করে সুর বদলালেন সাবেক মন্ত্রী!

২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিজয়ের মুহূর্ত। ২০১১ বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করেছে শ্রীলঙ্কা- এমন দাবি করেছিলেন শ্রীলঙ্কার তৎকালীন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথাগামাগে। তার এমন মন্তব্যের পর থেকে শ্রীলঙ্কা জুড়ে তোলপাড়। সাবেক এই মন্ত্রীই এখন সুর পাল্টে ফেলেছেন। এখন দাবির বদলে বলতে চাইছেন, এটা ছিল তার নিছক সন্দেহ!

আলুথাগামাগের ওই মন্তব্যের পর বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার সরকার। বুধবার এরই মধ্যে সাবেক ক্রীড়ামন্ত্রীর বক্তব্য রেকর্ড করেছে তদন্তকারী পুলিশ সংস্থা। সেখানেই তিনি বলেছেন, ফিক্সিং হয়েছে বলে সন্দেহ তার! তবে সংবাদমাধ্যমকে আলুথাগামাগে বলেছেন, ‘আমি আসলে আমার সন্দেহের বিষয়টির তদন্ত চাই।’

তিনি আরও বলেছেন, ২০১১ সালের ৩০ অক্টোবরেই  ক্রীড়ামন্ত্রী থাকা অবস্থায় কথিত বিষয়টি নিয়ে আইসিসিতে অভিযোগ করেছিলেন। সেটিরই অনুলিপি তিনি পুলিশকে দিয়েছেন, ‘আমি ওই সময় ক্রীড়ামন্ত্রী থাকা অবস্থায় কথিক অভিযোগটি ২০১১ সালের ৩০ অক্টোবর আইসিসির কাছে পাঠিয়েছিলাম। সেটির অনুলিপি পুলিশকে দিয়েছি।’

আলুথাগামাগে ভয়াবহ দাবিই করেছিলেন। তিনি বলেছেন, ‘ভারতের কাছে ২০১১ বিশ্বকাপ ফাইনাল শ্রীলঙ্কা বিক্রি করেছিল।’তার এমন মন্তব্যের থেকেই সমালোচনার ঝড় চলতে থাকে শ্রীলঙ্কা জুড়ে। তবে ওই সময়ের অধিনায়ক কুমারা সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে এর স্বপক্ষে তথ্য প্রমাণ হাজির করতে বলেছেন সাবেক ক্রীড়ামন্ত্রীকে। অবশ্য ক্রীড়ামন্ত্রী বলেছিলেন, ক্রিকেটারদের কেউ এতে জড়িত ছিলেন না। সংশ্লিষ্ট ‘কিছু গোষ্ঠী’ এর সঙ্গে জড়িয়েছিলেন!