পিসিবির নতুন পরীক্ষায় করোনা নেগেটিভ হাফিজসহ ৬জন

5ef7443375c91পাকিস্তান ক্রিকেট বোর্ডের করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন ১০ ক্রিকেটার। পুনরায় পরীক্ষায় সেখান থেকে নেগেটিভ এলেন মোহাম্মদ হাফিজসহ ৬ ক্রিকেটার। 

অবশ্য এদের মাঝে হাফিজ নিজ উদ্যোগে পরীক্ষা করে আগেই নেগেটিভ এসেছেন। তবে বোর্ডের নতুন পরীক্ষাতে এবার কোন গড়মিল হয়নি তার। বাকি ক্রিকেটাররা হলেন- মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান ও ওয়াহাব রিয়াজ।

তবে তারা এখনই ইংল্যান্ডগামী দলে যোগ দিতে পারছেন না। দুটি টেস্টে নেগেটিভ এলেই তারা ইংল্যান্ড যেতে পারবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খানও বললেন সে কথা, ‘এদের কারোরই উপসর্গ নেই। তার মানে পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা তাদের রয়েছে।’

ওয়াসিম খান আরও বলেছেন, ‘যত দ্রুত এরা দু’বার পরীক্ষায় নেগেটিভ আসবে। তখনই তারা ইংল্যান্ডে দলের বাকিদের সঙ্গে যোগ দিতে পারবে।’

এদিকে কাশিফ ভাট্টি, হারিস রউফ, হায়দার আলী ও ইমরান খান আবারও টেস্টে পজিটিভ এসেছেন। এই অবস্থায় ২০ জনের দল নিয়ে রবিবারই ইংল্যান্ডে উড়ে যাচ্ছে পাকিস্তান।

সফরে তিনটি টেস্টও সমসংখ্যক টি-টোয়েন্টি খেলবে দু’দল। আগস্ট-সেপ্টেম্বরে পুরো সিরিজই হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। অবশ্য সেখানে গিয়ে ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে সফরকারী দলকে।