নেইমার ইস্যুতে বার্সার বিপক্ষে আনা অভিযোগ খারিজ

নেইমার। যেখানেই গেছেন ‘বিতর্ক’ পিছু নিয়েছে নেইমারের। সেই ২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় দল-বদল করেছিলেন ব্রাজিলীয় তারকা। সেই ইস্যুতেই কাতালান ক্লাবটির বিপক্ষে অভিযোগ ও ক্ষতিপূরণ দাবি করেছিল সান্তোস। দীর্ঘদিন পর সেই বিষয়টির রায় দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত, সিএএস। সেই রায়ে সান্তোসের সব অভিযোগই খারিজ করে দিয়েছেন আদালত।

২০১৫ সালে সান্তোস ফিফার কাছে দাবি করে, চুক্তির আগে নেইমারের বাবা ও তার পরিবারের কোম্পানিকে চুক্তির অগ্রীম একটা অংশ দিয়েছে বার্সা। এই অর্থ দেওয়ার ফলে সান্তোস ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে তারা ক্ষতিপূরণবাবদ ৬ কোটি ১২ লাখ ৯৫ হাজার ইউরো দাবি করে। নতুন রায়ে তা খারিজ করে দিয়েছে সিএএস। নেইমার ২০১৩ সালে বার্সায় যোগ দিয়েছিলেন ৫ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে। 

বার্সা বিবৃতিতে জানিয়েছে, ‘সিএএস দেখতে পেয়েছে নেইমার ও সান্তোসের মধ্যকার চুক্তিটি সমঝোতার মাধ্যমেই শেষ হয়েছিল। ফলে বার্সেলোনা যে অগ্রীম অর্থটা দিয়েছে তাতে কোনও ধরনের চুক্তির নিয়ম ভঙ্গ হয়নি।’

অবশ্য সান্তোসের অভিযোগ খারিজ হওয়ার সঙ্গে সঙ্গে উল্টো তাদেরই জরিমানার মুখোমুখি করেছে সিএএস। লিগ্যাল ফি বাবদ বার্সেলোনাকে ২০ হাজার সুইস ফ্রাঁ পরিশোধ করতে বলা হয়েছে সান্তোসকে।সান্তোস আবার এই রায়ে যে সন্তুষ্ট হতে পারেনি সেটিও বুঝিয়ে দিয়েছে। তবে রায়ের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে বলেও জানিয়েছে।