আয়ারল্যান্ড সিরিজে ইংল্যান্ডের ওয়ানডে কোচ কলিংউড

পল কলিংউড- ফাইল ছবিদীর্ঘ করোনা-নির্বাসনের পর মঙ্গলবার সাউদাম্পটনে শুরু ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে আবার। ইংল্যান্ডের ব্যস্ত ক্রিকেট মৌসুমের দ্বিতীয় পর্যায়ে আছে আয়ার‌ল্যান্ডের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ, যা শুরু হবে ৩০ জুলাই থেকে। বিবিসি জানিয়েছে এই সিরিজের প্রস্তুতির জন্য ২৪ জন খেলোয়াড়কে ডেকেছে ইংল্যান্ড। যাদের মধ্যে নয়জনই নতুন মুখ। গত বছরের বিশ্বকাপজয়ী ১৫ জনের ইংল্যান্ড দলটির আটজন আছেন এই দলে।

ক্রিস সিলভারউড যেহেতু টেস্ট ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবেন, আয়ারল্যান্ড সিরিজে ইংল্যান্ডের ওয়ানডে দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে পল কলিংউডকে। ‘ওয়ানডে স্পেশালিস্ট’ খ্যাত কলিংউডকে ব্যাটিং কোচ হিসেবে সাহায্য করবেন মার্কাস ট্রেসকোথিক।

৩০ জুলাই, ১ আগস্ট ও  ৪ আগস্ট তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সাউদাম্পটনের এজিয়্যাস বোলে। যেখানে চলছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। এখানেই ৫ আগস্ট পাকিস্তানের সঙ্গে তিন টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড।

ইংল্যান্ড ওয়ানডে দলে ডাক পাওয়া ২৪ ক্রিকেটার:  ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, হেনরি ব্রুকস, ব্রাইডন কারস, টম কারেন, লিয়াম ডসন, বেন ডাকেট, লরি ইভান্স, রিচার্ড গ্লিসন, লুইস গ্রেগরি, স্যাম হাইন, টম হেলম, লিয়াম লিভিয়স্টোন, সাকিব মাহমুদ,ম্যাথু পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিচ ট্রপলি, জেমস ভিন্স, ডেভি উইলি।