এবার সরকারিভাবে শহীদ শেখ কামালের জন্মদিন উদযাপন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভার্চুয়াল সভা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া সংগঠক ও আবাহনীর প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের জন্মদিন আগামী ৫ আগস্ট। এই জন্মদিনটি এবার প্রথমবারের মতো সরকারিভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ( ৯ জুলাই) এক ভার্চুয়াল সভায় দিবসটি সরকারিভাবে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন,‘বাংলাদেশের ক্রীড়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল। তিনি শুধু আধুনিক ফুটবলের রূপকারই নন,দেশের সকল খেলাধুলার উন্নয়নে রয়েছে তার অনবদ্য ভূমিকা। আমরা এ বছর প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি। দিবসটি উদযাপন উপলক্ষে বিস্তৃত কর্মসূচি হাতে নিচ্ছি। তবে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সকল কর্মসূচি পালন করা হবে।’

শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে, তার জীবনী নিয়ে নির্মাণ করা হবে তথ্যচিত্র। প্রতিমন্ত্রী বলেছেন,‘আমরা তার বর্ণাঢ্য জীবনের উপর একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি তৈরি করবো। যেখানে রাজনৈতিক,সাংস্কৃতিক ও ক্রীড়াক্ষেত্রে তার অবদান তুলে ধরা হবে। মুক্তিযুদ্ধে তিনি যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেটিও ফুটিয়ে তোলা হবে।  এ লক্ষ্যে আমরা সংস্কৃতি, তথ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে অল্প সময়ের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভায় মিলিত হবো। এছাড়া দিবসটিকে স্মরণীয় করে রাখতে আমরা শেখ কামালের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবো।’ শেখ কামালের ঘনিষ্ঠজনদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

ভার্চুয়াল সভায় যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের(বিওএ) মহাসচিব সৈয়দ সাহেদ রেজা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য হারুনুর রশীদ, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক  তানভীর মাজহার তান্না ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের(বিওএ) সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু অংশ নেন।