ডে এখন উয়েফা ‘প্রো’ লাইসেন্সধারী কোচ

জেমি ডেফিফার শর্তানুযায়ী জাতীয় দলের কোচ হতে গেলে পেশাদার বা ‘প্রো’  লাইসেন্স বাধ্যতামূলক। সেই লক্ষ্যে জেমি ডে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফার প্রো-লাইসেন্স কোর্স করে যাচ্ছিলেন। সেই কোর্স শেষ করে অবশেষে লাইসেন্স পেয়েছেন। তার পরিশ্রম এতদিনে স্বার্থক হয়েছে। এখন নিশ্চিন্তমনে বাংলাদেশের ম্যাচে ডাগ আউটে দাঁড়াতে পারবেন। তিনি এখন ‘প্রো’ লাইন্সেধারী কোচ!

২০১৯ সাল থেকে জাতীয় দলের কোচদের ‘প্রো’ লাইসেন্স বাধ্যতামুলক করে ফিফা। কিন্তু অনেক কোচের তা না থাকায় ফিফা সময়ও বাড়িয়েছে। ২০২১ সাল থেকে ‘প্রো’ লাইসেন্সের শর্ত কার্যকর হবে। তার আগেই সেটি পেয়ে যাওয়ায় ডে’র আর কোনও সমস্যা থাকলো না, ‘প্রো’ লাইসেন্স নিয়েই ডাগ আউটে দাঁড়াবেন।

‘প্রো’ কোর্স করতে পেরে ডে উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘প্রো লাইসেন্স করতে পেরে আমি অনেক খুশি। এর জন্য প্রায় দুই বছর অনেক পরিশ্রম করতে হয়েছে। বিশেষ করে করোনার এই সময়ে অনলাইনে কাজ করেছি। অনেক পরীক্ষা দিতে হয়েছে।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্ব সামনে রেখে আগস্টের মাঝামাঝি ঢাকায় ফেরার কথা বাংলাদেশের ইংলিশ এই ফুটবল কোচের।