বিপদ কেটে গেছে হারিস রউফের

ইংল্যান্ড যেতে আর বাধা নেই হারিসের । পুরো দল যখন ইংল্যান্ডে অনুশীলন নিয়ে ব্যস্ত। তখন পাকিস্তানে করোনা পরীক্ষা নিয়েই পড়ে থাকতে হয়েছে পেসার হারিস রউফকে। অবশেষে দু’বার করোনা নেগেটিভ হওয়ার সুবাদে এখন আর ইংল্যান্ড যেতে বাধা নেই তার।

রউফ করোনা পজিটিভ হয়েছিলেন একমাসে আগে। এর পর ২০ জুলাই পর্যন্ত তাকে করোনা পরীক্ষার মাঝে যেতে হয়েছে আরও ৬বার! যার ৫টিতেই ছিলেন পজিটিভ! একটিতে নেগেটিভ এলেও সফরের নিয়ম অনুসারে দু’বার করোনা পরীক্ষায় নেগেটিভ আসতে হয়। ভাগ্য ভালো যে শেষ দিকে আর অনাকাঙ্ক্ষিত কিছু হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে এই সপ্তাহেই ইংল্যান্ডে উড়ে যাবেন এই পেসার।   

সফরে রউফকে না পাওয়াতে দলে ঢুকে গেছেন মোহাম্মদ আমির। যদিও সফরের আগে ইংল্যান্ড যাওয়ার ব্যাপারে আপত্তি ছিল তার। সন্তান জন্মের দিনক্ষণের সঙ্গে সফরের সূচি সাংঘর্ষিক হওয়াতে শুরুতে যেতে রাজি হননি। কিন্তু সন্তান আগেই জন্ম নেওয়ায় পরে সফর করতে আগ্রহ দেখান। তার পরেও আমিরের উপস্থিতি বিপদে ফেলবে না রউফকে। কারণ টি-টোয়েন্টি সিরিজের জন্য পিসিবির পরিকল্পনায় আছেন ২৬ বছর বয়সী এই পেসার।

উল্লেখ্য, গত জুনে করোনা টেস্টে পজিটিভ হওয়া ১০ জনের একজন ছিলেন রউফ। বিশাল বহর ২৮ জুন ম্যানচেস্টারে উড়ে গেলেও দূরেই থাকতে হয়েছে তাকে। যেই ১৮ ক্রিকেটার নেগেটিভ হতে পেরেছিলেন, তারাই কেবল শুরুতে ইংল্যান্ডে উড়ে গেছেন শুরুর দিকে। পরে করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররা ধীরে ধীরে যোগ দিয়েছেন।