এবার হকি দলে করোনার থাবা

হকি দলেও করোনার থাবা।করোনার কারণে অনেক দিন ধরে অনূর্ধ্ব-২১ হকি দলের অনুশীলন বন্ধ হয়ে ছিল। রবিবার থেকে ফিটনেস ক্যাম্প শুরু হলেও সেখানে হানা দিয়েছে করোনা! ১৬জন খেলোয়াড়ের মধ্যে দু’জন পরীক্ষাতে করোনা পজিটিভ হয়েছেন। এরা হলেন- বিকেএসপির রাকিবুল হাসান ও ওবায়দুর রহমান।

মাসব্যাপী বিমান বাহিনীর তত্ত্বাবধানে হচ্ছে হকি খেলোয়াড়দের এই ফিটনেস ক্যাম্প। যার উদ্বোধন করেছেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত। আপাতত ২০ জন নিয়ে শুরু করার কথা থাকলেও প্রথম দিন এসেছেন ১৬ জন। বাকি চারজনের আগামী বুধবার করোনা পরীক্ষা হবে।

ক্যাম্প প্রসঙ্গে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের দু’জন খেলোয়াড়ের করোনা পজিটিভ এসেছে। ওদের শনিবার পরীক্ষা করিয়েছি। আজ রিপোর্ট এসেছে। আক্রান্তদের বিমান বাহিনীর তত্ত্বাবধানে আইসোলোশনে রাখা হয়েছে। বাকিদের নিয়ে ফিটনেস ক্যাম্প শুরু হবে। এছাড়া আরও চারজন পরীক্ষার পর ক্যাম্পে যোগ দেবে।’