X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘বিদেশি হাইপের কারণে দেশি মেধাবী কেউ যেন বঞ্চিত না হয়, সেটা দেখতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ১৭:২২আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৭:২৮

প্রবাসী ফুটবলারদের নিয়ে তিন দিনের ট্রায়াল শেষ হয়েছে আগের দিনই। ঢাকার জাতীয় স্টেডিয়ামে উৎবের আমেজে ট্রায়াল শেষে কারা উত্তীর্ণ হলেন তা জানানো হয়নি। আজ বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু সংবাদ সম্মেলন করে ট্রায়ালের বিভিন্ন দিক তুলে ধরেন। তবে পরিষ্কার করে বলেননি কারা কারা ট্রায়ালে টিকে গেছেন। সামনে বয়সভিত্তিক দলের প্রস্তুতির আগে আবারও সবকিছু দেখে প্রয়োজনীয় খেলোয়াড়দের ডাকার কথা বলা হয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে প্রবাসীদের অপেক্ষার প্রহর বাড়ছেই। 

বাফুফে ভবনে সতীর্থ কোচদের পাশে রেখে টিটু বলেছেন, ‘এটা একটা লম্বা প্রক্রিয়া। যাদের বয়স মাত্র ১৮-১৯। তাদের উন্নতির অনেক সুযোগ রয়েছে। আমরা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবো। সামনে আমাদের বয়সভিত্তিক ক্যাম্পে কোচরা এই ট্রায়ালের তথ্য বিবেচনা করে প্রয়োজনীয় খেলোয়াড়দের দেখবেন।’ 

প্রবাসী ফুটবলারদের ট্রায়াল

সামনে অনূর্ধ্ব-২৩ দলের জন্য প্রবাসীদের ডাকার ইঙ্গিত দিলেন টিটু, ‘আমরা ট্রায়ালে আসা প্রত্যেক ফুটবলারকে নিবিড়ভাবে বিশ্লেষণ করবো। আমরা চোখে দেখেছি, আবার ভিডিও করা হয়েছে। সেগুলো দেখা হবে। আমাদের সামনে এএফসি অ-১৭ টুর্নামেন্ট রয়েছে। এখানে ট্রায়ালে আসা অনেকেরই বয়সসীমা নেই। এএফসি অ-২৩ টুর্নামেন্টের প্রস্তুতি জুলাই মাসের শেষ দিকে শুরু হবে। সেখানে হয়তো ফুটবলারদের দেখা যেতে পারে।’ 

টিটুর কাছে ফুটবলীয় মেধাই বড় বিষয়। তিনি জানালেন, ‘সবাই বাংলাদেশি। কোয়ালিটির বিচারেই দলে আসার ও খেলার সুযোগ পাবে। আমরা নিবিড়ভাবে বিশ্লেষণ করবো। একজনও যেন অবিচারের শিকার না হন। তারা সবাই আন্তরিকতা নিয়ে নিজেদের অর্থ ব্যয় করে এসেছেন। এজন্য পরিবারকে ধন্যবাদ জানাই আবারও।’

বাফুফে ট্রায়াল থেকে কাদের পেলো, তাদের নাম না বললেও ডেটা ঠিকই রাখছে বলে টিটুর কথা, ‘সব মিলিয়ে বলবো, এই মুহূর্তে যা দেখেছি, যাদের আমরা মনে করবো, বিভিন্ন সময়ে কাজে লাগবে, যারা ১৭-১৮ বছর বয়সী আছে। তাদের ডেটা আমাদের থাকবে। সবচেয়ে জরুরি হচ্ছে, মেধাবী যারা আছে, তাদের যেন আমরা খুঁজে পাই।’ 

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু সংবাদ সম্মেলন করে ট্রায়ালের বিভিন্ন দিক তুলে ধরেন

এখনই সুযোগ পাওয়ার মতো দলে কেউ আছে কিনা এমন প্রশ্নের উত্তরে টিটুর জবাব, ‘মূলত অনূর্ধ্ব-২৩ এর ক্যাম্প শুরু করবো জুলাইয়ের শুরুতে। এখান থেকে কয়েকজনকে তো আমরা দেখবোই। তবে বিদেশি হাইপ আছে বলে দেশি মেধাবী কেউ যেন বঞ্চিত না হয়, সেটা দেখতে হবে। সেই মানটা ওভাবে যাচাই করেই নেওয়া হবে। ভিডিওটা দেখে পর্যালোচনা করে অনূর্ব-২৩ দলের জন্য সিদ্ধান্ত নিবো। এখানে অনূর্ধ্ব-১৭ দলের খেলা আছে, কিন্তু এখানে ওরকম কেউ নাই।’ 

বীতশোক চাকমা  অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালে গোল করেছেন। টিটুর মূল্যায়ন, ‘বীতশোক এখানে কাল গোল করেছে। ওর স্টাইল, বল ধরার ব্যাপার, দৌড়ানো, টেকনিক্যাল স্কিল খুবই সুন্দর। কিন্তু যখন আমরা ওদেরকে ক্যাম্পে ডাকবো, তখন ওদের আসল ব্যাপারটা বেরিয়ে আসবে। ওই স্ট্যান্ডার্ডে ওরা কীভাবে বিহেভ করে, সেটা বেরিয়ে আসবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল