অ্যাতলেতিকো মাদ্রিদে করোনার হানা

অ্যাতলেতিকো শিবিরে করোনার হানা১৪ আগস্ট চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে অ্যাতলেতিকো মাদ্রিদ। এর আগেই করোনার হানায় জর্জরিত ক্লাবটি। লিসবনে যাওয়ার আগে নতুন পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ক্লাবের দু’জন! অবশ্য তারা খেলোয়াড় নাকি স্টাফ, সে বিষয়টি পরিষ্কার করেনি কর্তৃপক্ষ।

শেষ আটের লড়াইয়ে অ্যাতলেতিকোর প্রতিপক্ষ আরবি লাইপজিগ। ম্যাচটি হবে পর্তুগালের লিসবনে। সেখানে সফরের আগেই এমন ধাক্কা খেলো অ্যাতলেতিকো। এই পরিস্থিতিতে তাদের সব আয়োজনই এখন হুমকির মধ্যে পড়ে গেছে। ক্লাবটি জানিয়েছে, ‘লিসবন সফরের জন্য মূল দল ও সফরে যারা সঙ্গী ছিল, তাদের সবারই সিউদাদ দেপোর্তিভো দে মাহাদাহোন্দাতে পিসিআর টেস্ট করানো হয়েছিল। তাদের মধ্যে থেকে দু’জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এখন তাদের যার যার বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। এই ফলাফল উয়েফা, স্প্যানিশ ও পর্তুগিজ কর্তৃপক্ষদেরও জানানো হয়েছে।’

এর ফলে ডিয়েগো সিমিওনের প্রস্তুতি যে একটা ধাক্কা খেলো, তা বোঝা যাচ্ছে এই কথা থেকেই, ‘টেস্টের ফলাফলের পর অনুশীলন সূচি, কাঠামোতে পরিবর্তন আসবে। এমনকি থাকা ও ভ্রমণের ক্ষেত্রেও তা প্রভাব ফেলবে।’