মিসবাহকে প্রধান নির্বাচকের পদ ছাড়তে বলবে পিসিবি

মিসবাহ উল হক। পাকিস্তানের হেড কোচ হওয়ার পাশাপাশি প্রধান নির্বাচকের দায়িত্বটাও পালন করছিলেন মিসবাহ উল হক। দ্বৈত ভূমিকা তার জন্য বোঝা হয়ে যাচ্ছে- এমন আশঙ্কায় তাকে এই পদ ছেড়ে দিতে বলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই পদে পিসিবির বিবেচনায় রয়েছেন একজন  সাবেক তারকা ফাস্ট বোলার!

ইংল্যান্ড থেকে দল পাকিস্তানে ফিরলেই মিসবাহ উল হকের কাছে এই বিষয়টা তুলে ধরবে পিসিবি। সূত্র জানিয়েছে, এরই মধ্যে একজন ফাস্ট বোলারকে প্রধান নির্বাচকের পদের জন্য তারা বিবেচনায় রেখেছেন। পিটিআইকে বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘পিসিবি মনে করে, মিসবাহর কাছ থেকে বোঝা কমিয়ে নেওয়ার এটাই ভালো সুযোগ। যাতে সে হেড কোচের ভূমিকায় পুরোপুরি মনোনিবেশ করতে পারে। কারণ সামনে অনেকগুলো আইসিসি ইভেন্ট থাকবে।’

এরই মধ্যে ইংল্যান্ডে তার দ্বৈত ভূমিকার বিষয়টি কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান। সেখানে আলাদা করে প্রধান নির্বাচক রাখার বিষয়ে মিসবাহর সঙ্গে কথাও বলেছেন তিনি। ফলে বিষয়টি বোর্ডের কাছে বিকল্প হয়েই দাঁড়িয়েছে।    

এ বিষয়ে সেই মুখপাত্র বলেছেন, ‘একজন সাবেক ফাস্ট বোলার, যিনি খেলোয়াড়ি জীবনে বড় তারকা ছিলেন, একই সঙ্গে চাঁছাছোলা মন্তব্যের জন্য খুবই পরিচিত। তাকে প্রধান নির্বাচকের পদের জন্য বিবেচনায় রাখা হয়েছে। ইংল্যান্ড সিরিজের পরই তার সঙ্গে বসে বিষয়গুলো চূড়ান্ত করা হবে।’