ইউএস ওপেনে মায়েদের ইতিহাস

২৪টি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডে ভাগ বসানোর লক্ষ্যে খেলছেন সেরেনা উইলিয়ামস।এবারের ইউএস ওপেন আক্ষরিক অর্থেই মায়েদের। মেয়েদের এককে অংশ নিয়েছিলেন ৯ জন মা। তাদের মধ্যে ৬ জন বিদায় নিলেও দাপটের সঙ্গে অগ্রযাত্রা ধরে রেখেছেন সেরেনা উইলিয়ামস, ভিক্টোরিয়া আজারেঙ্কা ও সেভেতানা পিরনকোভা। শুধু তাই নয়, গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে এবার তারা ইতিহাসও গড়লেন। এই প্রথম কোনও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করেছেন তিন মা!

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেরেনা হারিয়েছেন গ্রিক ১৫তম বাছাই মারিয়া সাক্কারিকে। অবশ্য ভালো লড়াই-ই হয়েছে তাদের মাঝে। সেরেনা জয় পেয়েছেন ৬-৩, ৬-৭ (৬-৮), ৬-৩ গেমে। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ সেভেতানা পিরনকোভা। যিনি কখনোই ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল খেলেননি। পিরনকোভা ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-৩ গেমে হারিয়েছেন আলিজ করনেটকে।

এদিকে দুইবারের ইউএস ওপেন রানার আপ ভিক্টোরিয়া আজারেঙ্কা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে। প্রথম সেটে অবশ্য আজারেঙ্কা হেরে গিয়েছিলেন ৫-৭ গেমে। তবে পরের সেটে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছেন ৬-১, ৬-৪ গেমে।

ইউএস ওপেনে মায়েদের এই অসাধারণ কৃতিত্বে আনন্দিত আজারেঙ্কাও। ম্যাচের পর বলেছেন, ‘অবিশ্বাস্য। এই মায়েদের জন্য সত্যিই গর্ব হচ্ছে। আশা করবো, এই মায়েরা যতদূর সম্ভব যেন এগিয়ে যেতে পারেন। কারণ এটা বাকি মেয়েদের জন্য প্রেরণাদায়ক।’