শুটিংকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার নতুন সভাপতির

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে শুটিং ফেডারেশনের নতুন সভাপতি -সৌজন্য ছবিবেশ কিছুদিন ধরেই শুটিংয়ে একধরনের স্থবিরতা বিরাজ করছিল। অবশেষে শুটিং স্পোর্ট ফেডারেশনে সরকার নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে গত রবিবার। অ্যাডহক কমিটিতে আগের সভাপতি সাবেক সচিব নাজিমউদ্দিন চৌধুরীর জায়গা হয়নি। সভাপতি করা হয়েছে মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানকে। মহাসচিব হিসেবে অবশ্য আগের কমিটির ইন্তেখাবুল হামিদ অপুকেই পুনর্বহাল করা হয়েছে।

আজ সোমবারই শুটিং ফেডারেশনের নতুন সভাপতি সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে। সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল করতে বাংলাদেশের শুটিংয়ের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। ক্রীড়া ইতিহাসে সেরা সাফল্য শুটিং থেকেই এসেছে। ১৯৯০ ও ২০০২ সালের কমনওয়েলথ গেমসে শুটিং থেকেই স্বর্ণপদক জেতে বাংলাদেশ। ফেডারেশনে নতুন নেতৃত্বে নব উদ্দীপনায় দেশের শুটিং আরো বিকশিত হবে।’ নবনির্বাচিত সভাপতি দেশের শুটিংকে এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।