আন্তর্জাতিক ক্যারিয়ারকে রাকিতিচের বিদায়

ইভান রাকিতিচ।আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলেছেন ক্রোয়েশীয় মিডফিল্ডার ইভান রাকিতিচ। সাবেক বার্সেলোনা তারকা সোমবারই এমন ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

২০১৮ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা এই তারকা জাতীয় দলকে বিদায় জানিয়ে লিখেছেন, ‘ক্রোয়েশিয়া জাতীয় দলকে বিদায় বলাটা আমার ক্যারিয়ারের সব চেয়ে কঠিন সিদ্ধান্ত। তবে আমার মনে হয়েছে বিদায় বলার এটাই সঠিক সময়। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’

রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলা দলটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রাকিতিচ। যদিও ফাইনালে তারা ফ্রান্সের কাছে হেরে যায় ৪-২ গোলে।

১০৬ ম্যাচ খেলা রাকিতিচ দেশের হয়ে গোল করেছেন ১৫টি। বিদায় বেলায় জানিয়েছেন, বিশ্বকাপে খেলা মুহূর্তগুলো তার কাছে স্মরণীয় হয়ে থাকবে সব সময়, ‘মাতৃভূমির হয়ে খেলা প্রতিটি ম্যাচই উপভোগ করেছি। তাই বিশ্বকাপে খেলা প্রতিটি স্মরণীয় মুহূর্ত আমার পছন্দের তালিকায় থাকবে সব সময়।’

উল্লেখ্য, বার্সেলোনায় ৬ বছর কাটিয়ে এই গ্রীষ্মেই সাবেক ক্লাব সেভিয়াতে যোগ দিয়েছেন তিনি। কোমানের নতুন পরিকল্পনায় ছিলেন না বলেই চলে যেতে হয়েছে রাকিতিচকে।