পাকিস্তান সফরের সবুজ সঙ্কেত পেয়েছে জিম্বাবুয়ে

9b919d7defcdd169ed1d8b83a8c1d51e-5f61bf0ee60baঅবশেষে সরকারের কাছ থেকে পাকিস্তান সফরের সবুজ সঙ্কেত পেয়েছে জিম্বাবুয়ে। সীমিত ওভারের এই সিরিজটি অনুষ্ঠিত হবে অক্টোবর-নভেম্বর।

পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। সঙ্গে খেলবে সম সংখ্যক টি-টোয়েন্টিও। সরকারের সবুজ সঙ্কেত পাওয়ায় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তেভেঙ্গা মুকুহলানিও খুব উচ্ছ্বসিত। বলেছেন, ‘আমরা যুব, ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কিরস্টি কভেন্ট্রি, ক্রীড়া ও বিনোদন বিষয়ক কমিশন এবং জিম্বাবুয়ে সরকারকে কৃতজ্ঞতা জানাতে চাই। যারা এই সফরের অনুমোদন দিয়েছেন।’

মঙ্গলবার সফরকে কেন্দ্র করে ২৫ সদস্যের একটি দল অনুশীলন শুরু করে দিয়েছে। তবে এই সময়ে করোনা সংক্রান্ত সব বিধিই অনুসরণ করতে হয়েছে জিম্বাবুয়েকে। 

সফরের ওয়ানডেগুলো আইসিসির বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত। সূচি অনুযায়ী সেগুলো হওয়ার কথা ৩০ অক্টোবর, ১ ও ৩ নভেম্বর। তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা ৭, ৮ ও ১০ নভেম্বর।