পেশির চোটে ভুগছেন তামিম

তামিম ইকবাল -ছবি: বিসিবি পেশির চোটে (স্ট্রেইন) ভুগছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক এবং ওপেনার তামিম ইকবাল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও  চোটটা গুরুতর কিছু নয়।

মঙ্গলবার নিজের এই চোট নিয়ে জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট জুলিয়ান ক্যালেফাতোর সাথে আলোচনা করেন তামিম। যতটুকু জানা গেছে পেশির এই সমস্যা খুব বেশি ভোগাবে না দেশসেরা ওপেনারকে। সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘তামিম সামান্য স্ট্রেইনের ইনজুরিতে ভুগছে। এটা গরমের কারণে হতে পারে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। আরও একদিন অপেক্ষা করতে হবে। তারপর জানা যাবে। গুরুতর কিছু মনে হলে আমরা ব্যবস্থা নেবো। তবে আপাতত মনে হচ্ছে এটা তেমন কিছু না।’

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের ২৭ তারিখে শ্রীলঙ্কা রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। যদিও সফর নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তবুও বিসিবি নিজেদের পরিকল্পনামতোই সবকিছু করছে। এখন পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে বিসিবির কয়েক দফা যোগাযোগ হলেও আসন্ন এই সিরিজের ব্যাপারে অন্ধকার দূর হয়নি। নিজেদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে চূড়ান্ত নির্দেশনা পেলেই সফরটির ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কিছু জানাতে পারবে লঙ্কান বোর্ড।