ফ্রেঞ্চ ওপেনে ম্যাচ পাতানোর অভিযোগে তদন্ত শুরু

Untitledটেনিসের সর্বোচ্চ পর্যায়ে ম্যাচ পাতানোর ঘটনা খুবই বিরল। বিশেষ করে গ্র্যান্ড স্লাম ‍টুর্নামেন্টে। কিন্তু সেই বিতর্কের মাঝে পড়ে গেছে ফ্রেঞ্চ ওপেন। ম্যাচ পাতানোর অভিযোগ উঠায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে, প্যারিসের প্রসিকিউটর অফিস।

অভিযোগ উঠেছে, মেয়েদের দ্বৈতের প্রথম রাউন্ডেই নাকি এই দুর্নীতির ঘটনাটি ঘটেছে। ৩০ সেপ্টেম্বর সেই ম্যাচে রোমানিয়ান আন্দ্রিয়া মিতু- প্যাট্রিসিয়া মারিয়া টিগ ও রাশিয়ার ইয়ানা সিজিকোভা-যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ব্রেঙ্গল মুখোমুখি হয়েছিলেন।

ফরাসি গণমাধ্যমগুলো বলছে, এই ম্যাচের দ্বিতীয় সেটের পঞ্চম গেমেই নাকি রোমানিয়ান জুটির জেতার ওপর প্রচুর টাকা ঢেলেছিল বাজিকররা। সিজিকোভা ও ব্রেঙ্গলকে ৭-৬ (১০-৮), ৬-৪ গেমে হারিয়ে ম্যাচটা জিতে নিয়েছেন রোমানিয়ান জুটি। আরও জানা গেছে, বিভিন্ন দেশ থেকে নাকি প্রচুর অর্থ ঢালা হয়েছিল বাজির জন্য।

এই অবস্থায় এই ম্যাচকে ঘিরে ‘সংগঠিত প্রতারণা’ ও ‘দুর্নীতির অভিযোগে’ তদন্তকারীরা তদন্ত শুরু করেছেন। কয়েক সপ্তাহ লাগতে পারে এই তদন্ত শেষ হতে। ১ অক্টোবর শুরু হওয়া তদন্তে কাজ করছে ফরাসি পুলিশ।