আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার এখন আরামবাগের!

ঘানা জাতীয় দলের হয়ে খেলা দু’জন ফুটবলার এখন নীলফামারিতে। ক্যাসিনো কাণ্ডের পর ঘুরে দাঁড়াতে চাইছে আরামবাগ ক্রীড়া সংঘ। এবার আসন্ন মৌসুমে স্থানীয়দের পাশাপাশি বিদেশি তালিকাও সমৃদ্ধ করতে চাইছে তারা। এরই মধ্যে বিদেশি কোটায় ঘানা জাতীয় দলের হয়ে খেলা দু’জন ফুটবলার এখন রয়েছেন নীলফামারীতে। একজন হলেন আতলেতিকো মাদ্রিদের ‘বি’ দলে খেলা সাদিক অ্যাডামস। অন্যজন ইব্রাহিম মোরো। ঢাকায় আসার পর তারা এখন ক্লাবের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতেই সেখানে রয়েছেন।  

‘বি’ দলে খেলা লা লিগা ক্লাবটির মূল দলে খেলার সুযোগ হয়নি সাদিক অ্যাডামসের। তবে মূল দলের রিজার্ভ খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। ৩০ বছর বয়সী স্ট্রাইকার আতলেতিকোর ‘বি’ দলের হয়ে খেলেছেন ২০০৮-০৯ মৌসুমে। ২২ ম্যাচে করেছিলেন ৯ গোল। এছাড়া অ্যাডামস ২০০৭ সালে ওয়ার্ল্ড সকার ম্যাগাজিনের শীর্ষ ৫০ তরুণ ফুটবলারদের মধ্যেও জায়গা করে নিয়েছিলেন।