শ্রীলঙ্কায় কোয়ারেন্টিন পালন করতে হলো না আফ্রিদিকে!

শহীদ আফ্রিদি। ফ্লাইট মিস করলেও লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন শহীদ আফ্রিদি। এমনটি সম্ভব হয়েছে তার শরীরে কোভিডের অ্যান্টিবডি থাকার কারণেই! এর ফলে তার কোয়ারেন্টিন পর্বও শেষ হয়েছে আগেভাগে। তাই শুক্রবারই গল গ্ল্যাডিয়টর্সের হয়ে মাঠে নামছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। 
সোমবার নির্ধারিত ফ্লাইট মিস করায় গ্ল্যাডিয়টর্স ভেবেছিল হয়তো প্রথম দুই ম্যাচে আর খেলতে পারবেন না আফ্রিদি। কারণ তিনি শ্রীলঙ্কা পৌঁছেছেন মঙ্গলবার। যেহেতু আফ্রিদি জুনেই কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। তাই শ্রীলঙ্কায় নামার পর অ্যান্টিবডি টেস্ট করিয়েছিলেন। ফলাফলে দেখা গেছে, তার শরীরে ভাইরাসটির অ্যান্টিবডি রয়েছে। সেক্ষেত্রে তাকে নিয়ে করোনা সংক্রমণের ঝুঁকি নেই। সেজন্য তাকে নির্ধারিত কোয়ারেন্টিনেও থাকতে বলছে না আয়োজকরা।

টুর্নামেন্ট ডিরেক্টর রবিন বিক্রমারত্নে জানিয়েছেন, অ্যান্টিবডি টেস্টের ফলাফল পাওয়ার পরেই তাকে খেলার অনুমতি দিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের মেডিক্যাল স্টাফরা। এই সময়ে তার তিনদিনের আইসোলেটেড কোয়ারেন্টিন পালনের কথা ছিল। কিন্তু সেটি তাকে পুরোপুরি পালন করতে হয়নি। তার পরেই শুরু হওয়ার কথা ছিল বাড়তি চারদিনের শিথিলযোগ্য কোয়ারেন্টিন। এর ফলে টুর্নামেন্টের পুরোটা সময় গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্বে থাকার সুযোগ পাচ্ছেন আফ্রিদি। তবে লঙ্কায় নেমে প্রস্তুতির কোনও সুযোগ পাননি তিনি।