বাংলাদেশের ফুটবলারের চোখের ওপর চার সেলাই

চোখের ওপরের অংশে চোট পেয়েছেন ইয়াসিন -সৌজন্য ছবিবিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে কাতার ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে চোটের হানা লেগেই আছে। দুই স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন ও সুমন রেজা চোট পেয়েছিলেন। সুমনের তো হাতে সেলাইও পড়েছে। এবার দুই ডিফেন্ডার ইয়াসিন খান ও সুশান্ত ত্রিপুরা চোট পেয়েছেন। সুশান্ত পায়ের পেশিতে চোট, ইয়াসিনের চোট চোখের ওপরের অংশে।

৪ ডিসেম্বর কাতারের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল সর্বশেষে কাতারের দ্বিতীয় বিভাগের দল লুসাইল স্পোর্টস ক্লাবের কাছে ১-০ গোলে হেরেছে। শনিবারের এই ম্যাচেই ইয়াসিন চোখের ওপরের অংশে চোট পান। ম্যাচের পর হাসপাতালে নিয়ে তাকে চারটি সেলাই দিতে হয়েছে।

দু’জনই দ্রুত সেরে উঠবেন বলে আশাবাদ জানিয়েছেন ফিজিও আন্দ্রে জুয়ান কার্লে, ‘সবাইকে ভালোই দেখছি। ছেলেরা ভালো অনুভব করছে। কিছু চোট সমস্যা আছে। জীবন চোট কাটিয়ে ফিরেছে। সে ভালো করেছে দ্বিতীয় ম্যাচে। পেশিতে চোট পেয়েছে সুশান্ত, ইয়াসিনও চোট পেয়েছে। তাদের সেরে ওঠার জন্য সামনে কয়েকটা দিন আছে।’

ইয়াসিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘খেলতে গেলে ব্যাথা লাগবেই। চোখের ওপর সেলাই পড়েছে। আগামী ৩ ডিসেম্বর সেলাই কাটার কথা আছে। আশা করছি কাতারের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচের আগে সুস্থ হয়ে যাবো।’

এর আগে ভিডিও বার্তায় বরিশাল থেকে ঊঠে আসা অভিজ্ঞ ডিফেন্ডার বলেন, ‘দুটো প্রস্তুতি ম্যাচ খেলে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দুটোতেই হেরেছি। দুটোই যেহেতু প্রস্তুতি ম্যাচ ছিল, কোচ সবাইকে পরখ করে দেখেছে। সবার এখন ফিটনেসের অবস্থা মোটামুটি ভালো। গত ম্যাচে আমি (ভ্রু) একটু আঘাত পেয়েছি, চারটা সেলাই লেগেছে। সবাই দোয়া করবেন। যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ৪ তারিখের ম্যাচ খেলতে পারি।’