এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে শুরু ও শেষটা রাঙিয়ে দিলেন মোহাম্মদ সিরাজ। মাঝে ছড়ি ঘুরান হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। দুজনের দেড়শ ছাড়ানো ইনিংসে ইংল্যান্ড প্রতিরোধ গড়লেও দ্বিতীয় নতুন বল সামলে উঠতে পারেনি। প্রথম ইনিংসে ১৮০ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে তা বেড়ে হয়েছে ২৪৪ রান।
দুই বলে দুটি উইকেট নিয়ে দিনের শুরু। সিরাজের আঘাতে জো রুট (২২) ও বেন স্টোকস ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন। ব্রুকের সঙ্গে রুটের জুটি ছিল ৫৯ রানের। তারপর সকালের সেশনে দাপট দেখান স্মিথ। মাঠের সব জায়গা শাসন করে লাঞ্চের আগে সেঞ্চুরি করেন তিনি। আগের দিনের অপরাজিত ব্রুক দ্বিতীয় সেশনে তিন অঙ্কের ঘরে পৌঁছান। চা বিরতির আগেও ছিল তাদের দাপট।
ভারত দ্বিতীয় নতুন বল হাতে পেয়ে ইংল্যান্ডকে সাফ করে দেন। স্বাগতিকদের এদিন করা ৩৩০ রানের ৩০৩ রানই এসেছে স্মিথ-ব্রুকের জুটিতে। স্মিথ ইংলিশ উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ১৮৪ রানে অপরাজিত ছিলেন।
ইংল্যান্ডের ইনিংসে রেকর্ড ছয় ব্যাটার ডাক মারেন। তাদের শেষ পাঁচ উইকেট পড়েছে মাত্র ২০ রানে। ব্রুক ১৫৮ রান করে আউট হতেই গুঁড়িয়ে যায় স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ।
সিরাজ ১৯.৩ ওভারে ৭০ রান দিয়ে নেন ৬ উইকেট। আগের দিন দুই উইকেট নেওয়া আকাশ দীপ এদিন নতুন বল হাতে আরও দুই ব্যাটারকে ফেরান।
৫৮৭ রান করা ভারত ৪০৭ রানে ইংল্যান্ডকে অলআউট করে ব্যাটিংয়ে নামে বিকালের শেষ দিকে। লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল দারুণ শুরু এনে দেন। জয়সওয়াল ২৮ রান করে জশ টাংয়ের এলবিডব্লিউর ফাঁদে পড়েন। তবে দিন শেষে ভারতই শক্ত অবস্থানে। ২৮ রানে রাহুল ও ৭ রানে করুণ নায়ার অপরাজিত আছেন। ১ উইকেটে তাদের রান ৬৪।