পদত্যাগ করবেন না জিদান

জিনেদিন জিদান।রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ফর্মের যে অবস্থা, তা মোটেও স্বস্তিদায়ক নয়। ঘরোয়া লিগে সর্বশেষ তিন ম্যাচে জয় নেই। এর সঙ্গে যোগ হয়েছে চ্যাম্পিয়নস লিগের হতাশা। সর্বশেষ শাখতার দোনেৎস্কের কাছে হেরে এখন নকআউট ভাগ্যই অনিশ্চয়তায় পড়ে গেছে রিয়ালের। এতে করে কোচ জিদানের ওপর চাপটা হয়েছে পাহাড় সমান। রিয়ালে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনও শুরু হয়ে গেছে। ব্যর্থতার কারণে তার পদত্যাগের কথা উঠলেও ফরাসি এই কিংবদন্তি বলেছেন, তিনি পদত্যাগ করছেন না।

গতকাল শাখতারকে হারালেই শেষ ষোলোর টিকিট কাটতে পারতো রিয়াল। কিন্তু ফিরতি লেগে ২-০ গোলে হেরে গ্রুপ পর্বেই তারা চলে গেছে খাদের কিনারে। রিয়াল কোচ জিদান নিজেও পরিস্থিতি বুঝতে পারছেন, তবে তিনি হাল ছেড়ে দেওয়ার পক্ষে নন, ‘আমি কোনওভাবেই পদত্যাগের কথা ভাবছি না। আমাদের সব সময় জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। এটা সত্যি, ফলাফলের কথা ভাবলে বিষয়টা হতাশাজনক। তার পরেও আমাদের এগিয়ে যেতে হবে।’

পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে, শেষ ম্যাচে জিততেই হবে রিয়াল মাদ্রিদকে। তা নাহলে লজ্জার রেকর্ড গড়বে তারা। এর আগে লস ব্লাঙ্কোসরা শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে টানা ২৩বারই। এবার করতে পারলে সেই রেকর্ডটি বেড়ে দাঁড়াতো ২৪-এ। জিদান তাই শেষ ম্যাচে জয়ের লক্ষ্যের কথাই বললেন, ‘আমরা জানি একটা ম্যাচ এখনও বাকি। এখন সেটা জিততে হবে, এতটুকুই এখন জানি।’