রানা-জীবনকে ছাড়াই নামতে যাচ্ছে বাংলাদেশ

বামে আশরাফুল ইসলাম রানা, ডানে নাবীব নেওয়াজ জীবন। আর কিছুক্ষণ পরই বাংলাদেশ দল মাঠে নামতে যাচ্ছে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে শক্তিশালী কাতারের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। শুক্রবারের এই ম্যাচে সফরকারীদের একাদশে কে থাকবেন, এ নিয়ে চিন্তা-ভাবনা কম ছিল না। টিম মিটিংয়ের পর নিশ্চিত হওয়া গেছে, দুই অভিজ্ঞ খেলোয়াড়কে ছাড়াই নামতে যাচ্ছে বাংলাদেশ।

মাঠে ৪-১-৪-১ ছকেই নামার পরিকল্পনা সফরকারীদের। সেখানে অভিজ্ঞ গোলকিপার আশরাফুল ইসলাম রানার জায়গায় তেকাঠির নিচে দেখা যাবে আনিসুর রহমান জিকোকে। এছাড়া রক্ষণে বাঁ দিকে রহমত মিয়া ও ডান দিকে বিশ্বনাথ থাকবেন। মূল রক্ষণ স্তম্ভ হিসেবে থাকবেন তপু বর্মণ ও রিয়াদুল হাসান। তাদের ওপরে থাকছেন জামাল ভূঁইয়া, সোহেল রানা, বিপলু আহমেদ, সাদ উদ্দিন ও মোহাম্মদ ইব্রাহিম। আর নম্বর নাইন হিসেবে নাবীব নেওয়াজ জীবনের জায়গায় খেলবেন মাহবুবুর রহমান সুফিল। 

কাতারের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।