বিজয় দিবস হকির শিরোপা নৌবাহিনীর

বিজয় দিবস হকির ফাইনালের আগে দুই অধিনায়ক -হকি ফেডারেশননৌবাহিনী দলটি জাতীয় দলের একঝাঁক খেলোয়াড় নিয়ে গড়া। জিমি- শিতুলদের দলটি তাই বিজয় দিবস হকির শুরু থেকেই আধিপত্য দেখিয়ে আসছে। ফাইনালেও তাদের আধিপত্য দেখলো শতাধিক দর্শক। মাহবুব হোসেনের হ্যাটট্রিকে ৫-০ গোলে বিমান বাহিনীকে উড়িয়ে দিয়ে বিজয় দিবস হকির শিরোপা জিতলো নৌবাহিনী

মওলানা ভাসানী স্টেডিয়ামে রবিবারের ফাইনালে নৌবাহিনী খেলেছে একচেটিয়া। ম্যাচের শুরু থেকে আক্রমণ গড়ে একের পর এক গোল করেছে তারা। অনূর্ধ্ব-২১ দলে জায়গা করে নেওয়া স্ট্রাইকার মাহবুব ১৮,৩৩ ও ৪০ মিনিটে গোল করেন হ্যাটট্রিক পূর্ণ করেন। একটি করে গোল করেন আশরাফুল ইসলাম ও মইনুল ইসলাম।

ট্রফির সঙ্গে বিজয়ী নৌবাহিনী দল ৩০ হাজার টাকা পুরস্কার পেয়েছে। আর রানার্সআপ বিমান বাহিনী পেয়েছে ২০ হাজার টাকা। আশরাফুল ইসলাম ১১ গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা, আর মাহবুব হোসেন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ফাইনাল শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।