‘মেসিকে থামানোর উপায় দেখছি না’

লিওনেল মেসি কি করতে পারেন, তা আগের ম্যাচগুলোতেই দেখা গেছে। মেসি মাঠে থাকা মানেই প্রতিপক্ষকে তছনছ করে এগিয়ে যাওয়া। আলবিসেলেস্তেদের গোলের জন্য একধাপ এগিয়ে নেওয়া। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে এবার কোয়ার্টার ফাইনাল লড়াই। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে লড়াইয়ের কৌশল নিয়ে কাজ করছেন কোচ লিওনেল স্কালোনি। তবে তার আগে ডাচরা থামাতে চাইছেন ফর্মে থাকা মেসিকে।

বার্সেলোনায় মেসির সঙ্গে দুই বছর একসঙ্গে কাটিয়েছেন ডি ইয়ং। খেলার সুবাদে কাছ থেকে দেখেছেন মেসিকে। মেসির খেলার ধরনে মুগ্ধ। তবে মেসি তথা আর্জেন্টিনার বিপক্ষে খেলার আগে সতর্ক ডাচরা। বিশেষ করে মেসিকে আটকানোর পরিকল্পনাটা বেশ ভালোভাবেই করা হচ্ছে।

ডি ইয়ং নিজেই বলেছেন, ‘আমি ক্যাম্প ন্যুতে দুই বছর মেসির সঙ্গে খেলেছি। আমি তাকে ভালোভাবে চিনি ও জানি। কিন্তু আমি এটা জানি না তাকে কীভাবে আটকাতে হয়। সে ১৫ বছর ধরে পার্থক্যটা তৈরি করে আসছেন। তাকে থামানোর কোনও উপায় দেখছি না। শুধু ম্যাচে নয়, অনুশীলনে সে পার্থক্য গড়ে দিতেন। তবে তাকে আটকাতে হলে আমাদের দল হিসেবে থামাতে হবে।’

মেসির সঙ্গে ডি ইয়ংয়ের এখনও দেখা হয়নি। শুক্রবার ম্যাচে মাঠেই দেখা হবে দুজনের। ডি ইয়ং যেমন বলেছেন, ‘আপাতত দেখা হওয়ার সম্ভাবনা নেই। আমরা একে অন্যকে বার্তা পাঠাচ্ছি না। কোনও পরিকল্পনা নেই। শুক্রবার ম্যাচে দেখা হবে।’

ডি ইয়ংয়ের মতো ডিফেন্ডার ফন গালও চাইছেন মেসিকে আটকাতে, ‘এটা আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যকার লড়াই। তবে তার বিপক্ষে খেলাটা সম্মানেরও।’