শুরুর ব্যর্থতাতেই রংপুরের হার

Rangpur Riders Player Wicket Celebrates-1টানা ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল রংপুর রাইডার্স। সেই তারাই টানা চার ম্যাচ হেরে এখন বিপদে। সেরা চার নিশ্চিত করতে হলে বাকি দুই ম্যাচের দুটিতেই যে জিততে হবে রংপুরকে।

বুধবার ঢাকার বিপক্ষে রংপুর তাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যানকে মাঠে নামাতে পারেনি। সাব্বিরের সঙ্গে বিবাদে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় মোহাম্মদ শাহজাদ রংপুরের হয়ে পরের ম্যাচটিতেও খেলতে পারবেন না।

বুধবার ঢাকার দেওয়া ১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪৪ রানেই থেমে যায় রংপুর। প্রথম ৬ ওভারে ভালো সংগ্রহ দাঁড় করাতে পারেনি রংপুর রাইডার্স। ওই ৬ ওভারে রংপুরের ব্যাটসম্যানরা ৩ উইকেট হারিয়ে মাত্র ৩৩ রান সংগ্রহ করে। হারের পর এই ম্যাচে রংপুরকে নেতৃত্ব দেওয়া আরাফাত সানি বলেছেন, ‘আমাদের শুরুটা ভালো হয়নি। তারপর সৌম্য ও জিয়া ভালো বোলিং করেছে। শেষ দিকে বোলাররা চেপে ধরাতে আমরা ঢাকাকে ২০০ রানের নিচে আটকে রাখতে পেরেছি। ওরা দুইজন ভালো বোলিং করাতে কিছুটা কম রান হয়েছে। যেহেতু টি-টোয়েন্টি ম্যাচ এটাতেই আমাদের চেজ করার চেষ্টা ছিল।’

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ৬ ওভারেই ম্যাচ হেরে গেছেন বলে মনে করেন আরাফাত সানি, ‘ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। ওখানে ভালো শুরু হলে ফল পক্ষে আসতে পারতো। কিন্তু সেটা ভালো হয়নি। প্রথম ৬ ওভারে আমার পিছিয়ে গেছি।’

/আরআই/কেআর/