বিরতি কাজে লাগাতে চান তামিম

ব্যাটিংয়ে তামিম

চারে শেষ করলে চিটাগংকে এলিমিনেটর খেলতে হবে পয়েন্ট টেবিলের তৃতীয় দলের বিপক্ষে, যেই ম্যাচ হবে ৬ ডিসেম্বর। তার আগে চিটাগং বিরতি পাচ্ছে তিনদিন। 

রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ হেরে সেরা চার নিশ্চিত হলেও শীর্ষ স্থান থেকে পিছিয়ে পড়েছে চিটাগং ভাইকিংস। এদিকে রবিবার খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স জিতে গেলে কপাল পুড়বে রাজশাহী কিংসের। তখন চিটাগং ভাইকিংস চতুর্থ স্থানে থেকে সেরা চারে খেলবে।

চিটাগংকে এলিমিনেটর খেলতে হবে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা দলের সঙ্গে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। তার আগে চিটাগং বিরতি পাচ্ছে তিনদিন। এই সময়টাই কাজে লাগাতে চান তামিম ইকবাল, ‘আমাদের হাতে কিছুদিন সময় আছে। সবার সঙ্গে আলোচনা করে যার যার দায়িত্ব সম্পর্কে আবার অবগত করব। যদিও এই পর্যায়ে এসে নতুন করে এটা আলোচনা করাটা সমুচিত মনে হচ্ছে না। এটা সত্য দুটি ম্যাচ আমাদের খারাপ কেটেছে। কিন্তু তার আগে পাঁচটা ম্যাচ আমরা ভালো খেলেছি। মাঝে মাঝে হয়তো সতর্কবার্তার প্রয়োজন হয়। এটা হয়তো সেটাই।’

তামিম আক্ষেপ করে বলেছেন, ‘এই অবস্থায় আসার পেছনে আমাদের নিজেদের দোষটাই বেশি। দুইটা ম্যাচ আগে আমরা ভালো অবস্থায় ছিলাম। সহজেই আমরা দ্বিতীয় অবস্থানে থাকতে পারতাম। শেষ দুটি ম্যাচে যে ধরনের ক্রিকেট খেলেছি, সেটা খুব ভালো কিছু নয়। আমি সব সময়ই বলি আমরা ম্যাচ হারতে পারি তবে এভাবে নয়।’

আফিফকে সাধারণ বোলার বললেন তামিম। তার মতে আফিফের বোলিংয়ের চেয়ে ব্যাটসম্যানদের ভুলটাই ছিল বেশি, ‘এদিন এমন কোনও বল হয়নি আমাদের ৩৫ রানে ৫ উইকেট পড়ে যাবে। যে (আফিফ) ছেলেটা ৫টা উইকেট পেয়েছে; অবশ্যই ভালো বোলিং করেছে। কিন্তু ওর আউটগুলো যদি দেখেন এমন কোনও বল ছিল না যাতে করে ব্যাটসম্যানদের আউট হয়ে যেতে হবে।  এটা অবশ্যই আমাদের ভুল।’

তিনি আরও যোগ করেন, ‘এই পর্যায়ে এসে আমরা যত কম ভুল করব, ততো আমাদের জন্য ভালো।’

/আরআই/এফএইচএম/