শেষ ম্যাচে ইমরুলের হাফসেঞ্চুরি

ইমরুল কায়েসপুরো টুর্নামেন্টেই ব্যাটিং খরায় ভুগেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার ইমরুল কায়েস। দেরিতে হলেও অবশেষে বিপিএলের শেষ ম্যাচে এবারের আসরে প্রথম হাফসেঞ্চুরি পেলেন তিনি।

টুর্নামেন্টে শেষ দিকে রানে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন ইমরুল। বরিশাল বুলসের বিপক্ষে ৪৬ রানের ইনিংস খেলে নিজের আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছিলেন তিনি। যার প্রভাব পরের ম্যাচগুলোতে ছিল। শেষ দুই ম্যাচে বড় স্কোর গড়তে না পারলেও ব্যাটিংয়ে তাকে কখনোই মনে হয়নি নড়বড়ে।

দেরিতে হলেও অবশেষে রবিবার নিজেদের শেষ ম্যাচে চলতি টুর্নামেন্টের প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন এই ওপেনার। এদিন শুরু থেকেই রংপুরের বোলারদের উপর চড়াও হন তিনি। ৩৫ বলে ৭ চার ও ২ ছয়ে তিনি তার ৫২ রানের ইনিংসটি সাজিয়েছেন। সবমিলিয়ে ১২ ম্যাচে ২১.৪১ গড়ে তার রান ২৫৭।

প্রসঙ্গত, আজ রংপুররে বিপক্ষে জিতলেও সেরা চারে খেলার ‍কোনও সুযোগ নেই কুমিল্লার। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে থেকে বিপিএলের চতুর্থ আসর শেষ করবে গত আসরের চ্যাম্পিয়নরা।

/আরআই/এফএইচএম/