ফিরলেন আরাফাত সানি

আরাফাত সানি অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। আইসিসির নিয়ম অনুযায়ী, বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করা হলে সেই বোলার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। বোর্ডের সম্মতি পেলে ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে কোনও বাধা থাকে না। সেই সুযোগ কাজে লাগিয়েই ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছেন তাসকিন ও সানি।

তাসকিন লিগের শুরু থেকে আবাহনীর জার্সি গায়ে খেললেও সানি শনিবারই প্রথম শেখ জামালের জার্সিতে মাঠে নেমেছেন। শনিবার ফতুল্লায় কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে জামালের হয়ে মাঠে নেমেছেন তিনি। প্রথম দিনে উইকেট না পেলেও বল হাতে বেশ কিপ্টে ছিলেন আরাফাত সানি। দশ ওভার বোলিং করে ৩৭ রান খরচ করেছেন এই বাঁহাতি স্পিনার।

এক যুগেরও বেশি সময় ধরে ঘরোয়া লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে ২৯ বছর বয়সী আরাফাত সানির। তিনি ‘এ প্লাস’ ক্যাটাগরি হিসেবে শেখ জামালের হয়ে চলতি লিগে নাম লিখিয়েছিলেন।

/আরআই/এমআর/