ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ

Bangladesh-players-celebrate-the-fall-of-Calum-Macleods-wicket2পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখছে ইংল্যান্ড ক্রিকেট দল। ক্রিকইনফোর খবরে বলা হয়েছে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী অক্টোবর মাসে বাংলাদেশ সফরে আসবে ইংলিশরা।
সফরের প্রথম অংশে ফতুল্লায় প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে ইংল্যান্ড। চার অক্টোবর প্রস্তুতি ওয়ানডে খেলার পর সাত ও নয় অক্টোবর সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে তারা। এই ম্যাচ দুটি হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

তারপর প্রথম টেস্টের আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ অক্টোবর থেকে। সিরিজের শেষ ম্যাচ খেলতে দুই দল আবার ফিরবে ঢাকায়। ২৮ অক্টোবর থেকে মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট। 


২০১০ সালের পর এবারই প্রথম বাংলাদেশে সফরে আসছে ইংল্যান্ড। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিলো ২০১৫ অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ড বিশ্বকাপে। সেখানে ইংলিশদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ। এটি হবে বাংলাদেশে তাদের তৃতীয় সফর। 

পূর্ণাঙ্গ সূচি 

অক্টোবর ৭: প্রথম ওয়ানডে, মিরপুর

অক্টোবর ৯: দ্বিতীয় ওয়ানডে, মিরপুর

অক্টোবর ১২: তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

অক্টোবর ২০: প্রথম টেস্ট, চট্টগ্রাম

অক্টোবর ২৮: দ্বিতীয় টেস্ট, মিরপুর

/এমআর/