জো রুটের ডাবল সেঞ্চুরি

জো রুটপাকিস্তানের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি করেছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। প্রথম দিন শেষে ১৪১ রানে অপরাজিত ছিলেন রুট। দ্বিতীয় দিনের শুরু থেকে পাকিস্তানি বোলারদের ওপর ছড়ি ঘোরান তিনি।

মধ্যাহৃভোজনে যান ১৮৫ রান করে। এরপর ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি তুলে নেন এই ইনফর্ম ব্যাটসম্যান। অধিনায়ক অ্যালিস্টার কুকের শতকের পর রুটের ডাবল সেঞ্চুরিতে এই মুহূর্তে ওল্ড ট্রাফোর্ডের নিয়ন্ত্রণটা স্বাগতিকদের হাতে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩২ ওভারে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৪৮২ রান। ৯ রান নিয়ে রুটকে তাকে সঙ্গ দিচ্ছেন জনি ব্যারিস্টো।

ইংল্যান্ড তো বটেই, গত এক-দেড় বছরে বিশ্ব ক্রিকেটেরই অন্যতম শীর্ষ ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ২৫ বছর বয়সী রুট। গত মৌসুমে ২৭ টেস্ট ইনিংসের ১৩টিতেই স্পর্শ করেছেন অর্ধশতক। ৩টি শতকে ১ হাজার ৩১৬ রান করেছেন ৫৪.৮৩ গড়ে। ইংল্যান্ডের অ্যাশেজ জয়ে ও দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ে তার ছিল বড় অবদান।

/এমআর/