অনুশীলনে যোগ দিলেন সাকিব

shakibইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প শুরু হবার পর বুধবার প্রথমবারের মতো অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিন তিনি ফুটবল নিয়ে মেতে ছিলেন মিরপুরের সবুজ গালিচায়। বৃহস্পতিবার প্রথম প্রস্তুতি ম্যাচেও ২২ গজে খেলবেন তিনি।

গত ২০ জুলাই ৩০ সদস্যের প্রাথমিক দল নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু হয় বাংলাদেশ ক্রিকেট দলের। তার আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গত ২৫ জুন ঢাকা ছেড়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১২ আগস্ট দেশে ফিরে দুইদিনের বিশ্রাম কাটিয়ে স্ত্রী-কন্যাকে নিয়ে মালদ্বীপে যান অবকাশ যাপনে যান তিনি। এরপর দেশে ফিরে গত রবিবার মিরপুরে এলেও অনুশীলন করেননি তিনি। মাশরাফি-মুশফিকদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন কিছু মুহূর্ত।sakib 2

উল্লেখ্য, জ্যামাইকা তালাওয়াসের হয়ে সিপিএল- এ খেলেছেন সাকিব। এবারের সিপিএল-এ ব্যাট-বলে সফল ছিলেন তিনি। ২২.৮৫ গড়ে ১৬০ রান করার পাশাপাশি ওভারপ্রতি ৬.৯৪ রান দিয়ে ১২টি উইকেট নিয়েছেন। ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে চার ওভারে মাত্র ২৫ রানে দুই উইকেট তুলে নিয়ে জ্যামাইকা তালাওয়াহসের শিরোপা জয়কে সহজ করে দেন।

/আরআই/এমআর/