নিজের ‘বিশেষ’ দুটি ওভারকে টার্নিং পয়েন্ট বললেন সাকিব


shakib-2আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে কোনঠাসা অবস্থা থেকে জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয়ের পেছনে অবদান দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। গুরুত্বপূর্ণ সময়ে সাকিবের দুটি ওভারই আফগানদের কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে আনে। ৪১ ও ৪৬ তম ওভারই টার্নিং পয়েন্ট বলে উল্লেখ্য করেন সাকিব, ‘আমার কাছে মনে হয় আমার ৪১তম ওভারে ১ রান এবং ওদের বড় একটা জুটির পর আমার ব্রেক থ্রু টাই ম্যাচের টার্নিং পয়েন্ট।
আফগান দুই মিডল অর্ডার ব্যাটসম্যান যখন টাইগারদের কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে নিয়ে যাচ্ছিলেন; তখনই ত্রাতাকর্তার ভূমিকায় সাকিব। তৃতীয় উইকেট জুটিতে রহমত শাহ ও হাসমতউল্লাহ মিলে ১৪৪ রানের রেকর্ড জুটি গড়েন। তারা দুজন মিলে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন দলকে। দলীয় ৪১তম ওভারে এবং নিজের নবম ওভারের দ্বিতীয় বলে সাকিবকে এগিয়ে এসে মারতে গিয়ে মুশফিকের হাতে স্ট্যাম্পড হন রহমাত শাহ। ওটাই বাংলাদেশের জয়ের টার্নিং পয়েন্ট।

এছাড়া ৪৭তম ওভারে মাশরাফি যখন সাকিবের হাতে বল তুলে দেন, তখন আফগানদের জয়ের জন্য প্রয়োজন ২৮ রান। সাকিব মাত্র ১ রান খরচ করেন ওই ওভারে।
/আরআই/কেআর/